হনুমানজির ৯০ফুট দীর্ঘ ব্রোঞ্জমূর্তি নিয়ে হইচই পড়ে গেল মার্কিন মুলুকে…
ডেস্ক: ৯০ ফুট দীর্ঘ এক মূর্তি। সেই মূর্তি দেখে রীতিমতো ভয় পেয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু মানুষ। চার্চের তরফে এই মূর্তি নিয়ে প্রতিবাদও করা হল। মার্কিন দেশের হাউস্টন এলাকার শ্রী অষ্টলক্ষ্মীর মন্দিরে বজরঙ্গবলী তথা হনুমানজির ৯০ ফুট দীর্ঘ একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। সেটা নিয়ে বিতর্ক।
কিন্তু স্থানীয় এক চার্চের কয়েকজন সদস্য এই মূর্তি নিয়ে তাঁদের আপত্তির কথা জানিয়েছেন। এই চার্চের প্রতিবাদীদের মুখপাত্র স্বরূপ গ্রেগ গারভেইস হনুমানজিকে ‘ডেমন গড’ বলে উল্লেখ করেছেন। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, তিনি এবং তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন হনুমানজির মূর্তির সামনে উপস্থিত হয়েছেন। তাঁরা প্রার্থনা করছিলেন এবং চাইছিলেন ওই মূর্তির তথাকথিত ‘অশুভ’ত্বকে শোধন করে নেওয়ার প্রক্রিয়া অনুসরণ করতে। কিন্তু সেখানে উপস্থিত এক মন্দির কর্তৃপক্ষ তাঁদের সেই কাজ থেকে বিরত করেন। এবং পুলিস ডাকবেন বলে ভয় দেখান।
অষ্টলক্ষ্মী মন্দিরের সহ-সচিব ড. রঙ্গনাথ কান্ডালা এই ঘটনার সূত্রে সংবাদমাধ্যমে বলেন, তাঁরা হনুমানজির মূর্তির সামনে জমায়েত দেখে প্রথমে ভেবেছিলেন, বুঝি ইন্টারনেটের মাধ্যমে জেনে তাঁরা ও মন্দিরে এসেছেন এবং ওই মূর্তি দেখছেন। তাই আমরা প্রথমে তাঁদের বাধা দিইনি।