আজ থেকে টানা চারদিন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে !

ডেস্ক: ফের একবার ভোলবদল হতে পারে ভোলবদল। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের নিম্পচাপ তৈরীর সম্ভাবনা রয়েছে। যার জেরে সপ্তাহন্তে ফের ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

গত কয়েকদিন থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও কম কোথাও বেশি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। আজ বৃহস্পতিবার বর্ষণের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। যদিও দক্ষিণবঙ্গের কোথাও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবারে বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এরপর শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ভিজতে পারে। শনিবার গণেশ চতুর্থীর দিন থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। যার জেরে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে।

এদিন বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।