ডেস্ক: সেপ্টেম্বর মাসের শুরু থেকে দক্ষিণবঙ্গে তেমন ঝেঁপে বৃষ্টি হয়নি। বরং অল্প অল্প করে বেড়েছে আবহাওয়ার পারদ। তবে এবার আশার খবর শোনালো হাওয়া অফিস । বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যে কারণে দক্ষিণবঙ্গের নানান জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর
সম্প্রতি আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, নিম্নচাপের জন্য আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে মৎসজীবীদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে বলে জানানো হয়েছে। আগামী মঙ্গলবার অবধি তাঁদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
আরো জানানো হয়েছে যে , দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। ১০ তারিখ ওই একই জেলাগুলি ফের ভিজতে পারে। একইসঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও।
হাওয়া অফিস জানাচ্ছে, মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তিরি হয়েছে। যা কিনা আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে।