ডেস্ক: ফের শুরু বৃষ্টি। আপাতত চলবে টানা কয়েকদিন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি হয়েছে সতর্কতা।
গত সপ্তাহে সেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। তবে এবার বাড়বে বর্ষণ। সোমবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি ভিজেছে। আজও দক্ষিণবঙ্গে অধিক বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহব্যাপী হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনও কখনও ভারী বৃষ্টিও হতে পারে। মঙ্গলবারের পর বুধ, বৃহস্পতি ও শুক্রবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। যদিও মঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মহানগরে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ক্ষেত্রে সে ভাবে টানা বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এদিন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে।