আজ থেকে টানা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভিজবে কলকাতাও !
ডেস্ক: বৃষ্টির সিলসিলা জারি থাকছে বাংলায়। উত্তর থেকে দক্ষিণ বুধবার বৃষ্টিতে ভিজেছে বাংলার একাধিক জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে ভারী বর্ষণ। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। এদিন হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হবে। এরপর শুক্রবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। যদিও এইসব জেলার সব জায়গায় ভারী বৃষ্টি হবে না।
দক্ষিণবঙ্গের উপকূল-সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। এদিন উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। সপ্তাহন্তেও রেহাই পাবেনা দক্ষিণবঙ্গ। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া ,বাঁকুড়া ,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলাতে। কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
আজ কেমন থাকবে উত্তরের আবহাওয়া? উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাগুলিতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর শুক্রবার বাড়বে বর্ষণ। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা মালদায়। পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না।