রাজ্যে এই প্রথম চালু হচ্ছে লেডিস স্পেশাল বাস!

ডেস্ক: পুজোর আগেই রাজ্যের মহিলাদের জন্য বিরাট সুখবর। এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য চালু হতে চলেছে বাস সার্ভিস । জানা যাচ্ছে, মূলত অফিস টাইমেই এই বিশেষ পরিষেবা চালু থাকবে।

পুজোর আগেই এবার লেডিস স্পেশাল বাস চালুর পথে NBSTC। এই নিয়ে শিলিগুড়িতে পরিবহণ নিগমের সাথে বোর্ড মিটিংয়ের পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, তিনটি রুটে এবার থেকে চলবে লেডিস স্পেশাল বাস। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে দিনহাটা পর্যন্ত এই পরিষেবা চলুর পথে।

এই পরিষেবার ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দিকটা গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পার্থপ্রতিম রায়। এই বাস পরিষেবা মূলত অফিস টাইমেই চালু থাকবে। মহিলাদের নিরাপত্তা, সুরক্ষার কথা মাথায় রেখে দূরপাল্লার পুরনো গাড়িগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার শিলিগুড়িতে স্টেট গেস্ট হাউসে এনবিএসটিসির বোর্ড মিটিং ছিল। সেখানেই লেডিস স্পেশাল বাস চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। NBSTC এর চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন, ‘মহিলাদের জন্য আমরা লেডিজ স্পেশাল বাস চালু করতে চলেছি। আপাতত তিনটি রুটে এই বাস পরিষেবা দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘নতুন বাসগুলোতে ক্যামেরা বসানো আছে। তবে, পুরোনোগুলোতে ক্যামেরা নেই, মহিলাদের নিরাপত্তার স্বার্থে সেই বাসগুলিতে ক্যামেরা লাগানোর ব্যবস্থা হচ্ছে।