আজ ফের ঝড় – বৃষ্টি , কোন কোন জেলায় লাল সতর্কতা?
ডেস্ক: গত কয়েকদিনে নিম্নচাপের প্রবল তাণ্ডব দেখেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ । টানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত একাধিক এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে কিছু কিছু অংশ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ পশ্চিমের দু’একটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতেও বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সে রকম কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। হালকা মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে।
সপ্তাহভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বর্তমানে আগামী১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি দুর্বল হবে।
আজ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বিক্ষিপ্তভাবে অধিক বর্ষণের সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি কমবে। এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। যদিও সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।