ফের বাড়বে বৃষ্টি , বুধবার থেকে ভারী বর্ষণ জেলায় জেলায় !

ডেস্ক: আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।‌ তবে বৃষ্টির সিলসিলা জারি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ- সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি কয়েকদিন আংশিক মেঘলা থাকতে পারে অধিকাংশ জেলার আকাশ। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী বর্ষণে নাজেহাল হতে হবে না।

সোমবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কয়েকটি অংশে সামান্য বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কলকাতাতেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে।

এরপর মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। যদিও সব জেলার সর্বত্র বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দুর্গাপুজো পর্যন্ত টানা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা বঙ্গে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও। এদিন হালকা ভিজতে পারে উত্তরের প্রায় সব জেলাই। অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি কমেছে উত্তরের জেলাগুলিতে। তবে ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার থেকে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।