শুধু চাল,গম নয় , পুজোর মাসেই রেশনে মিলবে আরও জিনিস !

ডেস্ক: পুজোর মাসেই বড় সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার । অক্টোবর মাসে রেশনে বাড়তি সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। চাল, গমের পাশাপাশি এবার রেশনে পাওয়া যাবে আরও দু’টি সামগ্রী।

রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল এদেশের বহু পরিবার। সেখান থেকে প্রাপ্ত চাল, গম দিয়ে সংসার চলে অনেকের। এমতাবস্থায় পুজোর মাসে রেশনে অতিরিক্ত দু’টি সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কোন কার্ডে অতিরিক্ত রেশন পাওয়া যাবে ইতিমধ্যেই তা জানা গিয়েছে।

রাজ্যের আর্থিকভাবে দুর্বল মানুষদের যাতে অন্নের অভাব না হয়, সেই কারণে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে মাসে মাসে রেশন সামগ্রী প্রদান করে। প্রত্যেক মাসে রেশন দোকান থেকে বিনামূল্যে বেশ কিছু সামগ্রী পাওয়া যায়। কার্ডের ধরণ অনুযায়ী পরিবর্তন হয় সামগ্রীর পরিমাণ। পুজোর মাসে যেমন সরকারের তরফ থেকে অতিরিক্ত সামগ্রী প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই সুবিধা পাবেন শুধুমাত্র একটি নির্দিষ্ট ধরণের কার্ডের গ্রাহকরা।

রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা দফতরের তরফ থেকে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, অক্টোবর মাসে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড হোল্ডাররা চাল, গমের পাশাপাশি ময়দা এবং চিনি পাবেন। AAY কার্ডের গ্রাহকরা ছাড়া আর কেউ এই সুবিধা পাবেন না।

আপনার যদি অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড থাকে, তাহলে পুজোর মাসে কার্ডপিছু ১ কেজি করে ময়দা এবং ১ কেজি করে চিনি মিলবে। বাজারের থেকে কম দামে রেশন থেকে এই সামগ্রী পাওয়া যাবে। ১ কেজি ময়দা মাত্র ৩০ টাকা এবং ১ কেজি চিনি মাত্র ৩২ টাকায় পাওয়া যাবে।

পুজোর মাসে কমবেশি প্রত্যেকেরই একটু বাড়তি খরচ হয়। সেখানে সরকারের তরফ থেকে রেশনে দু’টি বাড়তি সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অনেকেরই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তবে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড হোল্ডাররা শুধুমাত্র ৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর অবধি এই সুবিধা পাবেন বলে খবর। এরপর ফের পুরনো নিয়মেই রেশন প্রদান করা হবে।