ষষ্ঠীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভাসবে?

ডেস্ক: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুজোর মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে না। নতুন করে কোনও বড় ধরনের বিপর্যয় পুজোর মধ্যে আসছে না। দশমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। আজ থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই হালকা পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায়।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ষষ্ঠী ও সপ্তমীতেও মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ। হাওয়া অফিস জানাচ্ছে, দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। সতর্কতাও জারি নেই কোনো জায়গায়। আজ ষষ্ঠীর দিনও ভারী বৃষ্টি হবে না কোথাও। বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মূলত আংশিক মেঘলা থাকবে আকাশ। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সপ্তমীতেও মেঘলা থাকবে আকাশ। অষ্টমী এবং নবমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ একাধিক জেলায়।
আজ ষষ্ঠীতে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অধিকাংশ জেলাতেই হালকা বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে না এরপর সপ্তমীতে দার্জিলিং ও কালিম্পংয়ের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা হেরফেরের সম্ভাবনা নেই।