কালীপুজোর আগে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে তোলপাড় হতেপারে রাজ্য!

ডেস্ক: পুজো মিটতে না মিটতেই ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনাচ্ছে। কালীপুজোর আগেই তা নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেদিকে আবহাওয়াবিদরা নজর রাখছেন বলে খবর।

মৌসম ভবন জানাচ্ছে, আগামী সপ্তাহেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কালীপুজোর আগে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হতে পারে।

এদিকে আজকের আবহাওয়া নিয়ে হাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে ২৪ অক্টোবর অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও বিক্ষিপ্তভাবে হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভবনা রয়েছে। সকাল থেকেই যেমন অনেক জায়গায় দেখা যাচ্ছে আকাশের মুখ ভার। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। রবিবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণার কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। মঙ্গলবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও অংশে বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় হালকা বর্ষণ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকে আগামী ২৪ অক্টোবর অবধি উত্তরের প্রত্যেক জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে নিম্নচাপের কথা বলা হলে, আগামীকাল উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যা আগামী মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর বৃহস্পতিবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।