কলকাতায় ঠান্ডা পরার দিনক্ষণ জানালো আবহাওয়া দপ্তর!
ডেস্ক: আবহাওয়া দফতর ঘোষণা করেছে কলকাতায় ঠান্ডা আবহাওয়া
কালী পুজোর আবহাওয়ায় সবাই খুশি। সন্ধ্যা জুড়ে হালকা হাওয়া থাকলেও বৃষ্টির ভোগান্তি হয়নি। পরের উৎসব ভাইফোঁটা।
শুক্রবারও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগণা জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। কিছু জেলায় স্থানীয়ভাবে দুই-একটি বৃষ্টি হবে।
১লা নভেম্বর থেকে শীত শুরু হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুষ্ক
আবহাওয়া শীতের আগমনের সূচনা করবে।
রবিবার কলকাতার ভাইফোটাতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবারও হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। কিন্তু তা সামান্যই।
সব মিলিয়ে মেঘহীন পরিষ্কার আকাশ থাকবে ভাইফোঁটা তে। এছাড়াও, সপ্তাহান্ত থেকেই আবহাওয়ার পরিবর্তন অনুভব করা যায়। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।