কবে থেকে শীত পরবে ? জেনে নিন আবহাওয়া পূর্বাভাস !

ডেস্ক: বাংলায় শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা চলতি সপ্তাহের শেষের দিকেই। । ভোরের আলো ফোটার আগে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে রাজ্যের প্রায় সব জেলাতেই। শহরে তেমন বোঝা না গেলেও গ্রামের দিকে তা বেশ বোঝা যাচ্ছে। যদিও বেলা বাড়লে বাড়ছে গরমের অস্বস্তিও। আপডেট জানাল আবহাওয়া দফতর।

ঠান্ডার আমেজ এলেও শীত পড়তে আর বেশিদিন বাকি নেই। সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । আপাতত বাতাসে শুষ্ক ভাব বাড়বে। আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রায় তেমন হেরফের হবে না। অর্থাৎ সকাল ও রাতের দিকে তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি নামবে ও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চড়বে পারদ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার পুরোদমে প্রবেশ না শুরু হলে তাপমাত্রার বড় পতন হবে না। হালকা শীতের আমেজই অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে আগামী সপ্তাহের শুরুতেই ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হ্রাস পেতে পারে।

তবে এরই মাঝে উত্তরবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি । বুধবার থেকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও রাজ্যজুড়ে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দার্জিলিংয়ে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও বুধবার থেকে আরও ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও। তবে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শীতের প্রকোপ বাড়ার পূর্বাভাসও জানাল আবহাওয়া অফিস।

আর্দ্রতার অভাবে হালকা শীত অনুভূত হলেও আগামী ৪-৫ দিন সর্বনিম্ন তাপমাত্রায় হেরফের হবে না। ধীর গতিতে শীত প্রবেশ করছে বাংলায়। দিনে হালকা গরম লাগলেও রাতে শীত অনুভূত হবে। যদিও প্রকৃত শীতের আমেজ আসতে এখনও কিছুদিন দেরি রয়েছে বলে জানানো হয়েছে।