সপ্তাহ শেষে কি আরো নামবে পারদ? এবার রাজ্য জুড়ে করা শীতের বার্তা আবহাওয়া দপ্তরের !

ডেস্ক: রাজ্য জুড়ে বহাল থাকবে শীতের আমেজ। শনিবার ও রবিবার ফের সামান্য নীচে নামতে পারে পারদ। তাপমাত্রার খুব বেশি হেরফের আপাতত নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে কোনো কোনো জেলায়। পাঁচ জেলায় মাঝারি কুয়াশা। মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণ আন্দামানের সাগর-সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আজ। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরি করতে পারে বলে কোনো কোনো আন্তর্জাতিক আবহাওয়া রিসার্চ মডেল দাবি করেছে। পরবর্তী সময়ে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপও হতে পারে। আরো শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমন আশঙ্কার কথাও কোনো কোনো মডেল জানিয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে এর নামকরণ হবে ফিনজাল। তবে বাংলা তো বটেই ভারতের কোনো উপকূলে এর কোনো প্রভাব পড়ার আশঙ্কা থাকছে না বলেই এখনও পর্যন্ত দাবি। এটি শ্রীলঙ্কায় ল্যান্ডফল করতে পারে বলে কোনো কোনো আবহাওয়া মডেল দাবি করছে।

উত্তুরে হাওয়ায় মনোরম পরিবেশ। পারদে সামান্য উত্থান ঘটলেও শীতের আমেজে ছেদ পড়বে না। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায়। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। চলতি সপ্তাহে একইরকম তাপমাত্রাই থাকবে। পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। এছাড়া বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বাকি জেলাতেও।

মূলত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজে মনোরম পরিবেশ সপ্তাহভর। মাঝারি কুয়াশার সম্ভাবনা তিন জেলায়। সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা।

আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় হেরফের হওয়ার সম্ভাবনা কম। শনিবার সামান্য কমতে পারে তাপমাত্রা। তবে আপাতত খুব বেশি পারদপতনের সম্ভবনা নেই। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ। মনোরম আবহাওয়া। সকাল ও রাতে হালকা শীতের আমেজ।