অভিনব উদ্যোগ গিরিশ পার্কে!

ডেস্ক: কলকাতা গিরিশ পার্কের ১ নম্বর মেট্রো গেটের কাছে উদ্বোধন হল কুশওয়াহা ক্লিনিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ড. শশী পাঁজা। উপস্থিত ডাঃ রাজেশ কুশওয়াহা জানান, এতে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় কুশওয়াহা, বসন্তলাল কুশওয়াহা, লাভাং দেবী, ডক্টর ভাবিন আগরওয়াল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা পুরসভার কাউন্সিলর রাজেশ সিনহাও অংশ নেন। উল্লেখযোগ্য যে ডাঃ রাজেশ কুশওয়াহা একজন সিনিয়র অর্থোপেডিক বিশেষজ্ঞ।