ডেস্ক: কেশোরাম দুর্গা পূজা কমিটি ও শ্রী রাম দরবার সেবা সমিতি যৌথভাবে প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে।
পতাকা উত্তোলনের পর শিশুরা দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন করে উপস্থিত জনগণকে তাদের নৈপুণ্যে মুগ্ধ করে।
সংগঠনের শৈলেন্দ্র রাজভর জানান, গত ৫ বছর ধরে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
রক্তবীর শৈলেন্দ্র রাজভার, ব্রিজেশ, সমিত ও দিবেশ এবং অন্যান্য সদস্যরা অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।