টানা ২দিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে !

ডেস্ক: মার্চ মাসেই খেল দেখাচ্ছে আবহাওয়া। দিনের বেলায় সূর্যের তাপে রীতিমতো পুড়তে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। আজ ইদের দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ।

সোমে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রি মত উপরে। এক অধিকাংশ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও কোথাও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা কমবে।

বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে। আপাতত দক্ষিণবঙ্গের কলকাতা , হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া থাকবে।

তিন তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। আগামী ৪ এপ্রিল পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এরপর ৫ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।