দীঘা তে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা কোনো ধার্মিক কারণ নাকি রাজনৈতিক ?

ডেস্ক :গতকাল অর্থাৎ অক্ষয় তৃতীয়া র দিন দীঘায় জগন্নাথ মন্দির প্রতিস্থাপিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই উপলক্ষে দলের অনেকেই আমন্ত্রিত ছিলেন।এছাড়া বিরোধী দল নেতাদের আমন্ত্রণ করা হয়েছিল। বিজেপি পার্টি সমর্থন দিলীপ ঘোষ ও তার স্ত্রী সহ এই অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল একটি বড়ো চমক।

দীঘার এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত নিয়ে অনেকেই অনেক মত প্রকাশ করেন।
অনেকের মতামত দীঘায় পর্যটকদের ভিড় বাড়ানোর জন্য এই উদ্যোগ যার ফলে অনেক বেকারত্ব কমবে , বাণিজ্যিক দিক সুসংগঠিত হবে।

অযোধ্যার রাম মন্দির নির্মাণের সময়ে তিনি বলেছিলেন এটি নাকি কোনো রাজনৈতিক কারণ হতেপারে। রামমন্দির নির্মাণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীও আমন্ত্রিত ছিলেন ,অথচ তিনি রাজনৈতিক কারণ বশত যাননি।এবার প্রশ্ন এটাই যদি অযোধ্যার রাম মন্দির রাজনৈতিক কারণ হতে পারে তাহলে দীঘায় নির্মাণ জগন্নাথ মন্দির শুধুমাত্র ধার্মিক কারণ কি ? নাকি এর সাথেও জড়িয়ে আছে কোনো রাজনৈতিক কারণ ?২০২৬ এর ভোটের আগে এই মন্দির নির্মাণ তাহলে কি বোঝাতে চাইছে রাজ্যবাসীর কাছে ?

রাম মন্দির নির্মাণের সময়ে ঘরে ঘরে আমন্ত্রণ পত্র ও মিষ্টি দেওয়া হয়েছিল , সূত্রের খবর মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই একই রকম আমন্ত্রণপত্র ও মিষ্টি যাবে ঘরে ঘরে। এবার দেখবার বিষয়ে এই আমন্ত্রণ পত্র রাজ্য এর সব জাতি ,ধর্ম নির্বিশেষে সমান ভাবে পৌঁছাবে নাকি, শুধুমাত্র সনাতন ধর্মের মানুষদের কাছে ?