৫০কিমি বেগে ঝোড়ো হাওয়া,পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ,জানালো আবহাওয়া দপ্তর !

ডেস্ক: দিনের বেলায় গরম, বিকেলের দিকে নামছে ঝমঝমিয়ে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণের একাধিক জেলাতে বৃষ্টি ও পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার বইতে পারে সাথে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা।

গত কয়েকদিন তীব্র গরমে বিরাট ভুগেছে দক্ষিণবঙ্গবাসী। এবার টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিলবে। রবিবারের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের।

শুক্রে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় জেলায়। নদিয়া এবং মুর্শিদাবাদে অধিক বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি কলকাতাতেও ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।এই সব জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।