সপ্তাহ -জুড়ে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলা !

ডেস্ক: পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘনীভূত ঘূর্ণাবর্ত আর কয়েক ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। এর প্রভাবে আগামী কয়েক দিন প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। সপ্তাহ জুড়ে বাংলায় বৃষ্টি। বৃহস্পতি, শুক্রবারে অতি ভারী বৃষ্টি বা প্রবল বর্ষণের আশঙ্কা বাংলার কোনও কোনও জেলায়।

বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গে বর্ষার প্রবেশের অত্যন্ত উজ্জ্বল সম্ভবনা। অনুকূল পরিস্থিতিতে নিজের কাঙ্খিত গতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরো কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে গতকাল ঢুকে পড়লো বর্ষা। অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী দুই দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের সিংহ ভাগ অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। নিম্নচাপ তৈরি হলে তার সম্ভাব্য প্রভাব এবং সতর্কতা
নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা কাল থেকে।

কাল বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
পরশু বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দশ জেলাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
শুক্রবার ভারী থেকে অতি ভারী বা প্রবল বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সাত জেলাতে। এগুলি হল পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া ,বীরভূম এবং হুগলি। শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে।

আজ মঙ্গল ও কাল বুধবার সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হতে পারে। পরশু বৃহস্পতিবার থেকে ফের সর্তকতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারের দু এক জায়গায়। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা এই দুই জেলার কিছু জায়গায়। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।

শুক্রবার এবং শনিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা বা প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।