অরিজিৎ প্লে ব্যাক থেকে অবসরের ঘোষণা করেছেন, সেই নিয়ে তোলপাড় নেট পাড়া।

ডেস্ক:হঠাৎই ছবিতে আর গান না গাওয়ার সিদ্ধান্ত, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিংহ? তা নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়। অরিজিৎ বলিউডের রাজনীতির শিকার হলেন কি না, প্রশ্ন তুলছেন তাঁরই অনুরাগীরা। আর সেই আবহেই প্লেব্যাক থেকে অরিজিতের ‘সন্ন্যাসগ্রহণ’ নিয়ে নয়া তথ্য সামনে এল। অভিযোগ, ‘বর্ডার ২’ ছবিতে গান গাইতে একরকম বাধ্য করা হয় অরিজিৎকে।

অরিজিৎ প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করেছেন। সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। বলিউড সূত্রে খবর, অরিজিতের এই সিদ্ধান্তের নেপথ্য়ে ‘বর্ডার ২’ ছবির প্রযোজক ভূষণ কুমারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অভিযোগ, ‘বর্ডার ২’ ছবিতে ‘ঘর কব আওগে’ গানটি গাইতে বাধ্য করা হয় অরিজিৎকে।

বলিউড সূত্রে খবর, ‘বর্ডার ২’ ছবিতে ‘ঘর কব আওগে’ গানটি গাইতে চাননি অরিজিৎ। বেশ কিছু বিষয়ে মতবিরোধ হচ্ছিল। ‘ক্রিয়েটিভিটি’র দিক থেকেও মানিয়ে নিতে পারছিলেন না অরিজিৎ। কিন্তু শেষ পর্যন্ত গানটি গাইতে বাধ্য করা হয় তাঁকে। এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সোশ্য়াল মিডিয়াতেও সেই নিয়ে সরব হয়েছেন অরিজিতের অনুরাগীরা।

এই বিতর্কের মধ্যে মুখ খুলেছেন ভূষণ। সত্যিই কি গান গাইতে বাধ্য করা হয়েছিল অরিজিৎকে? প্রশ্নের উত্তরে বলেন, “যত সব ফালতু অভিযোগ। অরিজিৎকে ফোন করেই জেনে নিন বরং।” যে গানটিকে ঘিরে প্রশ্ন উঠছে, সেটি ১৯৯৭ সালে ‘বর্ডার’ ছবিতে ছিল। সম্প্রতি ফের রিমেক হয়েছে ‘বর্ডার ২’ ছবিতে। অরিজিতের পাশাপাশি সোনু নিগম, রূপকুমার রাঠৌর, বিশাল মিশ্র, দিলজিৎ দোসাঞ্ঝও গলা মিলিয়েছেন গানটিতে।

কিন্তু ভূষণ অভিযোগ উড়িয়ে দিলেও, গুঞ্জন থামছে না। বলিউড সূত্রে খবর, বড় প্রযোজনা সংস্থাগুলির কাজকর্মের ধরনে রীতিমতো হাঁফিয়ে উঠছিলেন অরিজিৎ। বিশেষ করে প্রভাবশালী মিউজ়িক ও প্রযোজনা সংস্থার মালিকদের আচরণ, সবকিছুতে দখলদারি, ব্যবসায়িক স্বার্থ দেখার অভ্যাস মনঃপুত হচ্ছিল না তাঁর। ‘বর্ডার ২’ ছবিতে ‘ঘর কব আওগে’ গানটিও মনে ধরেনি অরিজিতের। দেশপ্রেম সংক্রান্ত একটি গানের রিমেক হবে কেন, প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তাঁর যুক্তি ধোপে টেকেনি। গানটি গাইতে কার্যত বাধ্য করা হয় তাঁকে। আর তার পরই ছবিতে গান গাওয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন অরিজিৎ। তবে গোটাটাই জল্পনা। এ নিয়ে অরিজিৎ নিজে কিছু জানাননি।

তবে ছবিতে আর গান না গাইলেও, স্বাধীন ভাবে সঙ্গীতের কাজ তিনি চালিয়ে যাবেন, আগে থেকে যে সব কাজ নিয়ে রেখেছেন, সেগুলি সম্পূর্ণ করবেন বলেও জানিয়েছেন অরিজিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *