কৃষক আন্দোলনের 7 মাস পূর্তি, বিক্ষোভের চরম আকার রুখতে কড়া নিরাপত্তা নিলো দিল্লি ও হরিয়ানা

ডেস্ক: গত 7 মাস ধরে চলে আসছে কৃষক আন্দোলন। গত বছরের 26 নভেম্বর থেকে গোটা দেশ জুড়ে কৃষক রা আন্দোলন শুরু করে কৃষক বিলের বিরোধিতা করে। আজ তারই সাত মাস পূর্তি হলো। তাই শনিবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল আন্দোলনকারী কৃষকরা। সংযুক্ত কিষান মোর্চার অধীনে এদিন দেশজুড়ে সমস্ত রাজ্যের রাজভবনের বাইরে বিক্ষোভ জানানোর পরিকল্পনা রয়েছে তাদের।

শনিবার দিল্লির সিংঘু, টিকরি ও গাজিপুর সীমান্তে অবস্থানরত কৃষকরা “কৃষি রক্ষা, গণতন্ত্র রক্ষা” দিবস পালন করছেন। এছাড়াও প্রতিটি রাজ্যের রাজধানীর বাইরে বিক্ষোভ জানিয়ে পরে রাজ্যপালের হাতে কৃষি আইন তুলে নেওয়ার আবেদন জানিয়ে স্মারকলিপিও জমা দেওয়ার পরিকল্পনা গঠন করেছে তারা। এবং ভারতীয় কিষান ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি নরেশ তিকাইত জানান, হরিয়ানার কৃষকরা চন্ডিগড় পর্যন্ত হেঁটে গিয়ে রাজ্যপালের হাতে স্মারকলিপি তুলে দেবেন।

কিন্তু অন্যদিকে প্রজাতন্ত্র দিবসে বিশৃঙ্খলার ঘটনা থেকে অভিজ্ঞতা লাভ করে দিল্লি ও চন্ডিগড় পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ইতিমধ্যে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফেও বিশ্ববিদ্যালয় সিভিল লাইন ও বিধানসভা এই তিনটি মেট্রো স্টেশন সকাল 10 টা থেকে দুপুর 2 টো অব্দি বন্ধ রাখা হয়েছে। এমনকি চন্ডিগড় পুলিশের তরফে জানানো হয়েছে সন্ধ্যে 6 টা অবধি চণ্ডীগড়ের প্রবেশকারী 13টি প্রবেশপথ বন্ধ থাকবে।

কিন্তু কৃষক বিল নাকচ করার কোন চিন্তা ভাবনা কেন্দ্রের তরফ থেকে নেওয়া হয়নি। যেখানে গতকালই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষকদের কর্মসূচি বাতিলের আবেদন জানান। এবং তিনি বলেন, “কৃষি আইন কৃষকদের স্বার্থেই তৈরি করা হয়েছে। কৃষকদের উন্নত মানের জীবনযাপনের সাহায্য করবে এই আইন।”