ডেস্ক: মা হওয়ার আনন্দ একমাত্র কোনো মহিলাই বুঝতে পারবেন। এবং একইরূপ আমাদের প্রত্যেকের জীবনে মায়ের স্থান সর্বাধিক গুরুত্বপূর্ন।
কোনো মহিলা মা হওয়ার মুহূর্ত টা তার জীবনের সেরা মুহূর্তের মধ্যে অন্যতম। যার অনুভূতি টা ভাষায় ব্যক্ত করা যায় না
এর এই অনুভূতি আরও দশ গুণ বেড়ে যায় যখন কোনো মহিলা সমস্ত আশা ছেড়ে দেওয়ার পরও বৃদ্ধ বয়সে মাতৃত্বের সুখ লাভ করে। প্রায়ই দেখা গেছে বিয়ের পরই নারীরা যত তাড়াতাড়ি মা হতে চায়। তবে একটা নির্দিষ্ট সময়ের পর যখন ডিম্বাশয়ের ডিম উৎপাদন বন্ধ হয়ে যায় তখন সন্তান ধরনের ক্ষমতাটি আর মহিলাদের মধ্যে থাকে না। তবে কিছু কিছু মহিলা আছেন যারা 45 থেকে 48 বছর বয়স পর্যন্ত সন্তান জন্ম দিতে সক্ষম হয়।
কিন্তু সম্প্রীতি অন্ধ্রপ্রদেশে ঘটা ঘটনা তাক লাগিয়েছে বিজ্ঞান মহলেও। একজন 74 বছর বয়সী মহিলা যমজ সন্তানের জন্ম দেন। সূত্রে জানা গেছে, মহিলাটির নাম হীরামতি মঙ্গায়াম্মা এবং তার স্বামীর নাম রাজা রাও। অন্ধ্রপ্রদেশের গুন্টুরের একটি এলাকায় বসবাস করেন তারা। বিয়ের পর বহু চেষ্টা করেও সন্তান সুখ থেকে বিরত থাকেন দম্পতি। একটা সময় হতাশও হয়ে পড়েন। কিন্তু আশা ছাড়েননি তারা।
শেষমেষ বিয়ের 54 বছর পর 74 বছর বয়সে আই.ভি.এফ প্রযুক্তির সাহায্য নিয়ে সন্তান জন্ম দেন মহিলা। কোনো দম্পতির সন্তান না হলে এই ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা IVF পদ্ধতির সাহায্য নেওয়া হয়। যা গোটা বিশ্বের খুব কার্যকর প্রমাণিত হয়। তবে এত বৃদ্ধ বয়সে এসে পদ্ধতিটি কতটা মহিলার জন্য কার্যকরী হবে এই নিয়ে ওঠে প্রশ্ন। কিন্তু ডাক্তারি তথ্য অনুযায়ী মহিলা এবং তার দুই সন্তান সম্পূর্ন সুস্থ।