দীর্ঘ ছয় মাস গৃহবন্দীর থাকার পর মিললো স্বাধীনতা, আনন্দে মাতোয়ারা গোটা স্পেনবাসী

ডেস্ক: দীর্ঘ ৬ মাস লকডাউনের সমাপ্তি হলো স্পেনে। কোরোনার প্রকোপের হাত থেকে রক্ষার জন্য স্পেন সরকার দীর্ঘ ছয় মাসের লকডাউন জারি করেছিল। গোটা দেশ জুড়ে। প্রকোপ কমতে গত শনিবার রাত ১২ টায়ে তুলে দেওয়া হয় লকডাউন। স্বস্তির নিঃস্বাস নেয় স্পেনবাসী। দীর্ঘ অনেক মাস গৃহবন্দীর থাকার পর সেই রাতটা হয়ে উঠেছিল স্বাধীনতার।

রাত ১২ টায় লকডাউন সমাপ্তির ঘোষণা হলেও মানুষ উৎসাহিত হয়ে বিকাল থেকেই বেরিয়ে পড়েছিল রাস্তায়। পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় ভিড় সামলাতে। রাত ১০টার নাগাদ পুলিশ ঘোষণা করে, লকডাউন শেষ হতে তখনও ২ ঘন্টা বাকি, তাই সকলকে ঘরে ফিরে যেতে। তখন কিছু মানুষ ফিরে গেলেও রাত ১২টায় তারা আবারও জড়ো হন। ভিড়ের বেশির ভাগটাই ছিল অল্প বয়সী যুবক যুবতীদের। আনন্দে উপচ্ছে পড়েছিল গোটা দেশ। উৎসব বিনিময়ের মাধ্যম হিসাবে চলে চুম্বন ও একে অপরকে আলিঙ্গন।

তবে এই পরিস্থিতি দেখে চিন্তিত হয়ে পরে চিকিৎসকরা। তারা জানায় যদি মানুষ একজায়গাতে এমন জমায়েত চালাতে থাকে তাহলে বাড়তে পারে সংক্রমণ। ঐদিন রাস্তায় অনেককেই দেখা যায় বিনা মাস্কে। তারা বলেছেন, করোনার প্রকোপ কমলেও মাস্ক পরার অভ্যাস ছাড়লে হবে না। আনন্দের মুহূর্তে যদি স্বাস্থ্যবিধি মানতে ভুলে যান সাধারণ মানুষ, তাহলে বাড়তে পারে সংক্রমণের আশঙ্কা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *