টিকার দ্বিতীয় ডোজ সম্পর্কিত বিশেষ ঘোষণা জারি করল নবান্ন
ডেস্ক: কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ অনেকেই নিয়েছেন বেসরকারি হাসপাতাল থেকে। কিন্তু এখন বড়ো প্রশ্ন দ্বিতীয় ডোজ মিলবে কোথায়?
এ বিষয়ে নিয়ে কলকাতাবাসী পড়েন বিভ্রান্তির সম্মুখে। তবে, বিজ্ঞপ্তির মাধ্যমে ভ্যাক্সিনেশন সেন্টারের তালিকা প্রকাশ করে সেই বিভ্রান্তি দূর করল নবান্ন।
কলকাতার বিধাননগর, নিউটাউন এ চাল হবে টিকা ব্যবস্থা। দ্বিতীয় ডোজের টিকা সরকারি হাসপাতালে বিনা মূল্যে। এছাড়া নিকটবর্তী স্বাথকেন্দ্র ও সরকারি হাসপাতালে মিলবে টিকা। সরকারের এগিয়ে বাংলা ওয়েবসাইটে মিলবে টিকা সম্বন্ধিত তথ্য। তালিকা মিলিয়ে দেওয়া হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ়।
যাদের প্রথম ডোজ সরকারি বা বেসরকারি হাসপাতাল থেকে নেওয়া হয়ে গেছে তারা দ্বিতীয় ডোজ নিতে চাইলে, বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে নিজের যেকোনো পরিচয় পত্র এবং প্রথম ডোজের নথি।
এখন রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসার বায়ু সীমিত হয়ে আসছে। শেষ হয়ে আসছে বায়ু ভান্ডার। প্রাণবায়ুর সঙ্কট কাটাতে এবার তাই কড়াকড়ি করেছে স্বাস্থ্য দফতর। কোনওভাবেই যাতে অক্সিজেনের অপচয় না হয়, তা দেখতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।