আরব সাগর থেকে ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “মোক্ত”

ডেস্ক: বাংলার মানুষকে দু’দিনের জন্য উত্তপ্ত আবহাওয়া থেকে রেহাই দিয়েছে গতকালের বৃষ্টি। প্রচন্ড গরম থেকে মুক্তির স্বাদ পেয়েছে সকলেই। গত বছর এই সময়তেই পশ্চিমবঙ্গে আঁচড়ে পড়েছিল আমফান। তছনছ করে দিয়েছিল গোটা বাংলাকে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অনেকের। এ বছর এখনও পর্যন্ত সেই রূপ বৃষ্টিপাত হয়নি। তবে আবহাওয়া দপ্তর আরেকটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে বাংলায় ও উড়িষ্যার এই সাইক্লোন পৌঁছে যেতে পারে। এই ধরনের ঝড় হলে আরব সাগরে সমুদ্রের জলস্রোত বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে নদীতে বোট ও নৌকা চলাচল বন্ধ করা হবে।

আবহাওয়া দফতরের গতকালের পূর্বাভাস অনুযায়ী কলকাতা শহরের পাশাপাশি আজ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মালদহ ও দুই দিনাজপুরে প্রবল ঝড় বৃষ্টি হয়। এছাড়া কেরল, কর্ণাটক, তামিলনাড়ু ইত্যাদি জায়গায় এখনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া দফতর আরও জানিয়েছে দক্ষিণ-পূর্ব আরব সাগরের মধ্যে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। আগামী ১৪ মে এরমধ্যে এই নিম্নচাপ তৈরি হয়ে সেটি এগিয়ে যাবে উত্তর-পশ্চিমে দিক। যেটি ভারত ভূখণ্ডে ১৬ই মে প্রবেশ করবে। সাইক্লোনটি গতিবেগ ঘণ্টায় ৬০কিমি পর্যন্ত হতে পারে। গোয়া ও মহারাষ্ট্রে এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে “মোক্ত”। এই নামটি দিয়েছে মায়ানমার।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *