জনপ্রিয় অভিনেতা সাংসদ দেব নিজের অফিসকে বানালেন আইসোলেশন সেন্টার
ডেস্ক: মাঝে কিছুদিন করোনা সংক্রমণ কম শোনা গেলেও আরো একবার ফুল দমে বেড়ে উঠেছে সংক্রমণের মাত্রা। মানুষের প্রাণ যাচ্ছে দিন প্রতিদিন। দিশাহীন মানুষেরা ছুটে চলেছে কোভিডের ভ্যাকসিন, ওষুধ অক্সিজেন, হাসপাতালে বেডের খোঁজে। এই পরিস্থিতিতে অনেকেই সহায়তার হাত বাড়িয়েছে মানুষের কাছে।
বরাবরই মানুষের স্বার্থে এসে দাঁড়িয়েছেন মেদিনীপুর ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে মহানায়ক দেব। অভিনয় জগতে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করার পর বাংলার জনপ্রিয় অভিনেতা দেব 2014 লোকসভা ভোটে জয়ী হয়ে রাজনীতির জগতেও নিজের পরিচয় তৈরি করে।
ঘাটালবাসীর প্রতিটা প্রয়োজনে এগিয়ে এসেছেন দেব। এখন এই বিপর্যস্ত পরিস্থিতিতেও নিজের দায়িত্ব পালনে কোন ত্রুটি রাখছেন না তিনি।
গত বছর সময় বহু পরিযায়ী শ্রমিক কে নিজেদের গন্তব্যে ফিরিয়ে দেওয়া ও বাইরে থাকা শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনার কাজে তিনি লিপ্ত হয়েছিলেন। প্রয়োজনীয় মানুষদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি পালন করেছেন। প্রতিবারের মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছেন ব্যক্তিটি।
এবছর কোরোনার দ্বিতীয় প্রবাহে উথাল পাথাল হয়ে যাচ্ছে মানব জীবন। এ পরিস্থিতিতে আরেক নতুনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সাংসদ। নিজের উদ্যোগে তিনি তার অফিসকে রূপান্তরিত করলেন আইসোলেশন সেন্টারে। ঘাটাল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অঞ্চল ডেবরা’য় রয়েছে তার অফিস, সেটি বর্তমানে আইসোলেশন সেন্টার। সেখানে কোভিড পেশেন্ট দের জন্য থাকার ও খাওয়ার পাশাপাশি অক্সিজেনের ওষুধপত্রেরও ব্যবস্থা করা হয়ছে। এমনকি রোগীর পরিবারের কাছে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন অভিনেতা নিজে।
দেব সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করে জানিয়েছেন যদি কোন ব্যক্তি কোরোনা আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেই ব্যক্তি, টিমের সাথে যোগাযোগ করতে পারেন।