লাগাতার ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ, ধ্বস নামার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

ডেস্ক: ভারতের মাটি ফের একবার কেঁপে উঠল ভূমিকম্পে। শনিবার সকাল ৮:৩০ নাগাদ লাদখে অনুভূত হয় ভূমিকম্প। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬ এমনটাই জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। কিন্তু ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি সম্পর্কে তেমন কোনো তথ্য সামনে আসেনি।

কোরোনার জন্য ভারত অনেক ক্ষতিগ্রস্থের শিকার হয়েছে। ভারতবাসীরা আপ্রাণ চেষ্টা করে চলছে মহামারী যুদ্ধে বেঁচে ফিরে আসার।
তার উপর আবার ভূমিকম্প।
বেশ কিছুদিন আগে গুজরাটের মাটি কেঁপে উঠেছিল ভূমিকম্পে।

আজ আবার তৃতীয় বারের জন্য ভূমিকম্পের শিকার হয় লাদাখ এর আগে চলতি বছরের তৃতীয় মাসে অর্থাৎ মার্চে ও গতকাল অর্থাৎ শুক্রবার সকাল ১১টার আশেপাশে হয়েছিল ভূমিকম্প। শুক্রবারে ভূমিকম্পটি কারগিলের পার্শ্ববর্তী এলাকায় অনুভব করা গিয়েছিল। মাটি থেকে প্রায় ৪০ কিমি গভীরে এই কম্পন হয়েছিল। এবং এর তীব্রতা ছিল ৪.২ ।

এরকম বারবার ভূমিকম্প হতে থাকলে পাহাড়ি অঞ্চলের বাড়িগুলি মাটি থেকে আলগা হতে থাকবে, ফলে ব্যাপক মাত্রায় ক্ষতি হতে পারে। আতঙ্কিত এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *