মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তারিখ ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী
ডেস্ক: টানা এক বছর রাজ্যে লকডাউন থাকার ফলে শিক্ষা ব্যবস্থার অবস্থা শোচনীয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ গত বছর থেকেই।
অনলাইন ক্লাস হয়ে দাঁড়িয়েছে শিক্ষা ক্ষেত্রে নতুন বিকিল্প। যেখানে ঘরে বসে শিক্ষা প্রশিক্ষণের সাথে চলছে কলেজের পরীক্ষাও।
কিন্তু দেশের অন্যতম গুরুতপূর্ণ পরীক্ষা গুলো সম্ভব হচ্ছে না অনুষ্ঠিত করা। 2020 সালে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন জারি হয়েছিল লকডাউন।
তারপর লকডাউন অগাস্ট থেকে উঠে যাওয়াতে স্বাভাবিক জীবন যাপন শুরু হলেও খোলেনি শিক্ষা প্রতিষ্ঠান গুলি। স্থগিত হয়ে আছে NEET ও JEE এর মত অন্যতম প্রধান পরীক্ষাগুলি।
আরও পড়ুন: আগামী 15ই জুন পর্যন্ত চলবে রাজ্যে আংশিক লকডাউন, জেনে নিন বিধিনিষেধ গুলি
এবছর ও স্কুল, কলেজে খোলার নাম গন্ধ পাওয়া যায়নি রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে অপরন্তু বিধানসভা ভোটের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা।
কিন্তু এতে শিক্ষার্থীদের মধ্যে এক ইতিবাচক মনোভাব দেখা দিচ্ছে। যেখানে পড়াশোনা থেকে দুরত্ব বৃদ্ধি হচ্ছে তাদের। ভঙ্গুর ধরছে শিক্ষার পরিকাঠামোতে।
ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তারিখ।
নবান্নের অনুষ্ঠিত হওয়া এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পরিস্থিতির কথা মাথায় রেখে ঘোষণা করলেন সেকেন্ডারি ও হাইয়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ডেট এবং পরীক্ষার কিছু বিশেষ বিধিনিষেধ।
1. যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি বিশেষ গুরুত্বপূর্ণ যেখানে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ পরিক্ষা গুলির দ্বারা ছাত্রছাত্রীরা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেয় তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি আগে নেওয়া হবে।
2. আগামী জুলাই মাসের অন্তিম সপ্তাহে শুরু হবে উচ্চ মাধ্যমিক।
3. এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে মাধ্যমিক।
4. 16 দিনের পরিবর্তে পরীক্ষা নেওয়া হবে 8 দিনে।
3. মূলত প্রধান 7 টি বিষয় নেওয়া হবে পরীক্ষা। অতিরিক্ত বিষয় গুলি স্কুল কর্টিপক্ষ নিজের থেকে মার্কস দিয়ে দেবে।
5. নিজ নিজ স্কুলে নেওয়া হবে পরীক্ষা। যাতে পরীক্ষার্থীর যাতায়াতে সুবিধা হয়।
আরও পড়ুন: শারীরিক পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বুদ্ধবাবুর, রয়েছেন বাইপ্যাপ সাপোর্টে
6. পরীক্ষার সময় 3 ঘন্টার পরিবর্তে 1 ঘণ্টা 30 মিনিট হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
7. পরীক্ষার সময় যেহেতু কম তাই প্রশ্ন পত্রের অর্ধেক পরীক্ষা দিতে হবে। ( অর্থাৎ 10 টি প্রশ্নের মধ্যে পরীক্ষার্থীকে যেকোনো 5 টি প্রশ্নের উত্তর লিখতে হবে।
8. স্থানীয় পুলিশ পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকবে।
9. হ্যান্ড ও বডি স্যানিটাইজেশনের দিকে বিশেষ লক্ষ্য দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান সম্ভবত পশ্চিমবঙ্গ প্রথম মাধ্যমিক ও উচ্চ পরীক্ষার তারিখ ঘোষণা করলো।