ইন্ডিয়ান আইডল বিতর্কে অমিত কুমার কে সমর্থন জানিয়ে এবারে মাঠে নামলেন সোনু

ডেস্ক: বেশ কিছুদিন আগে টিভি শো ইন্ডিয়ান আইডিয়াল নিয়ে বিতর্কের ঝড়। যেখানে কিশোর কুমার স্পেশাল একটি এপিসোডে আমন্ত্রিত করা হয় তার পুত্র অমিত কুমারকে। এপিসোড টিতে ক্ষুদে প্রতিযোগিরা প্রেজেন্ট করে এভারগ্রিন কিশোর কুমারের গান। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু সমস্যা বাঁধে অন্য জায়গায়।

এপিসোড শেষ হওয়ার পর এক সাক্ষাৎকারে অমিত কুমার বলেন তার মোটেই পছন্দ হয়নি এপিসোড টি। তিনি বলেন, “বাচ্চারা সেইভাবে গানগুলি গাইতে পারেনি। শুধুমাত্র টাকার জন্য গেছিলাম সেখানে। আমার দাবী অনুযায়ী তারা টাকা দিতে রাজি হয়েছিল। সাথে তিনি এটাও বলেন তাকে প্রতিটি প্রতিযোগীর প্রশংসা করতে বলা হয়েছিল তাই তিনি পছন্দ না থাকা সত্বেও প্রশংসা করেছেন সকলের”।

এই বক্তব্যের পর এই রীতিমতো হট্টগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত জানিয়ে রাখি, অমিত জী’র এই সাক্ষাৎকার এর আগে থেকেই ঐদিনের এপিসোড নিয়ে সমালোচনার শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

তার এই মন্তব্যের প্রতিক্রিয়া করে শো এর হোস্ট আদিত্য নারায়ান বক্তব্য রাখেন যেখানে তিনি বলেন, অমিত জী’র আগে বলা উচিত ছিল যে তার শো টি পছন্দ হচ্ছে না। তাহলে আমরা চেষ্টা করতাম আরো ভালো করে করার জন্য।

কিন্তু বিতর্কতা গড়িয়েছে বহুদূর। যেখানে বাধ্য হয়ে বিষয়টির ওপর নিজের মতামত প্রকাশ করেন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক সনু নিগাম।

গতকাল ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনি বলেন, “বহুদিন ধরে একটা বিষয় নজরে পড়েছে। যেটির অন্তিম হওয়ার কোন প্রকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়ান আইডল কে ঘিরে শ্রদ্ধেয় অমিত কুমার জী যে বক্তব্য রেখেছিলেন সেটিকে ম্যানিপুলেট করে দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। হতে পারে তিনি সেরকমভাবে বিষয়টি বলতে চাননি। গুরুজন যদি ভুল ধরে সেটাকে সংশোধন করা উচিত বিতর্ক নয়। এই পরিস্থিতিতে অমিত কুমারকে পুনরায় আক্রমণ না করাই উচিত বলে জানান তিনি।”

 

View this post on Instagram

 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

সনু নিগমের এই পোষ্টের সমর্থন জানিয়ে কমেন্ট করেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য ও কুমার শানু।

যেখানে অভিজিৎ লেখেন, “সনু ঠিকই বলেছ। আমি এই সপ্তাহের প্রথম বার ইন্ডিয়ান আইডিয়াল এ যাব। অমিত দাদা কি বলেছেন তা জানি না। তবে আমি প্রতিযোগীদের পারফরম্যান্স দেখে অনেক কিছু শিখেছি। অমিত দাদার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *