চলে আসার প্রথার অবসান সৌদি আরবে, আইনত স্বাধীন জীবন যাপন করতে পারবেন সৌদির মহিলারা
ডেস্ক: সৌদি আরবের বহুদিন ধরে চলে আসা প্রথার অবসান । সৌদি আরবের আইনত ধারা 169 (B) র সংশোধন আনলো দেশ। যেখানে দেশের প্রাপ্ত বয়স্ক মহিলারা চাইলে একা স্বাধীন থাকতে পারবেন। বর্তমান সংশোধনী অনুযায়ী, এবারে কোন প্রাপ্ত বয়স্ক মহিলা স্বেচ্ছায় ঠিক করতে পারবেন তিনি কারও অধীনে থাকবেন নাকি একা থাকবেন।
প্রসঙ্গত জানিয়ে রাখি, গত বছর আগস্ট মাসে পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই একা মহিলাকে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছিল সৌদি আরব। এবং এবারে আরও একধাপ এগিয়ে নারীদের স্বাধীনতার রাস্তা খুলে দিল দেশের প্রশাসন।
এক্ষেত্রে কোন মহিলা জেল খাটার পর তাকে কোন পুরুষ অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে না সে নিজের পরবর্তী সময়ে কিভাবে কাটাবে তা বেছে নিতে পারবে। এর আগে সৌদি আরবের কোনো মহিলা একা থাকলে তার বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হতো পুরুষ অভিভাবকরা কিন্তু এই সংশোধনের ফলে পুরুষ অবিভাবকরা আইনত কোন পদক্ষেপ নিতে পারবে না।
তবে প্রতিটি জিনিসেরই সুবিধা এবং অসুবিধা থেকেই থাকে। এক্ষেত্রে 2019 এর ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে এই আইনি ব্যবস্থা সংশোধনের বহু খারাপ দিক উঠে এসেছে সৌদি আরবের সংবাদমাধ্যমে। যেখানে বারবার শিরোনামে চলেছে 169 ধারার একাধিক অপব্যবহার।
কিন্তু একথা ভুল নয় যে এটি একটি সমাজ সংস্কারক চিন্তাভাবনা।