কালিয়াচক হত্যাকাণ্ডে রাজ্য সরকারকে দায়ী করলেন দিলীপ ঘোষ, তার মতে বাংলা পরিণত হচ্ছে সিরিয়ায়
ডেস্ক: বেশ কিছুদিন আগে হাড় হিম করা হত্যাকাণ্ডকে ঘিরে পশ্চিমবঙ্গে জনগণের মধ্যে আলোচনা ও সমালোচনা লেগেই রয়েছে। এই হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক দল কোনো মতামত প্রকাশ না করলেও বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি নিজের মন্তব্য পেশ করেন। যেখানে এই ঘটনাটি ঘটে যাওয়ার পেছনে রাজ্য সরকারকে দায়ী করেন তিনি।
গত 28 শে ফেব্রুয়ারি মালদা কালিয়াচক গ্রামে আসিফ আহমেদ নামে এক 19 বছরের ছেলে বহুদিন ধরে পরিকল্পনা করে নিজের বাবা, মা, দাদা, বোন ও দিদা কে হত্যা করে। পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাদের অচৈতন্য করে সুড়ঙ্গ পথে গুদামঘরে নিয়ে গিয়ে সেখানে চৌবাচ্চার জলে ডুবিয়ে মারে তাদের। প্রাণহানি হয় চারজনের। কোনো রকমে প্রাণে বাঁচেন আসিফের বাবা।
তদন্ত শুরু করলে পুলিশ জানতে পারে আসিফ এই ঘটনার দু’দিন আগেই প্রচুর অস্ত্রশস্ত্র জোগাড় করেছিল আর সেগুলি রেখেছিল তার বন্ধুর বাড়িতে। পুলিশ আসিফ সহ তার আরো বাকি দুই বন্ধু সাবির আলি ও মোহাম্মদ মারুফ কে হেফাজতে নেয়।
তবে এই ঘটনার প্রভাব পড়ে রাজনৈতিক মহলে যেখানে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “রাজ্য দিনে দিনে উগ্রপন্থীদের গড় হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করতে পারছে না। তার কারণ ওদের ভোটে ক্ষমতায় তিনি। এ রাজ্যকে আফগান, সিরিয়া বানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী”।