নতুন ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে, Waveforms ফিচার চালু হবে ভয়েস মেসেজে

ডেস্ক: নতুন ফিচার আপডেট হতে চলেছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ভারতে প্রচলিত হওয়ার পর থেকে আমরা বহু নতুন আপডেট পেয়েছি একের পর এক। এবারে ভয়েস মেসেজে যুক্ত হতে চলেছে নতুন কিছু ফিচার। যার নাম waveforms। এর সাহায্যে ভয়েস মেসেজ পাঠানোর আগে ইউজারের রিয়েল টাইম ভয়েস waveforms বোঝা যায়। শুধু তাই নয় ভয়েস মেসেজ রেকর্ড করার পর পাঠানোর আগে একবার শুনে নেওয়ার সুযোগও পাবেন ইউজাররা।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি জানিয়েছেন যে, হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের ফিচারে waveforms ফিচার এর নাম নথিভুক্ত করা হলেও, কবে থেকে এটি চালু হবে তার এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি। উল্লেখ্য হোয়াটসঅ্যাপের যেকোনো ফিচার আগে বিটা টেস্টিং এর জন্য লঞ্চ হয়ে থাকে। পরে সেটির ফাইনাল ভার্সন সমস্ত ইউজারদের জন্য চালু করা হয়। ফেসবুক অধিকৃত মেসেজিং অ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এর ক্ষেত্রে বহু ফিচারের মধ্যে মিল দেখা যায়।

বেশ কয়েকদিন আগেও আরেকটি নতুন ফিচার অ্যাড হয়েছিল হোয়াটসঅ্যাপে। যার মাধ্যমে ভয়েস মেসেজের গতি বাড়ানো যায়। সাধারণ গতির হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ কে তার থেকে 1 গুণ, 1.5 গুণ বা 2 গুণ বেশি গতিতে শোনা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *