‘কর্তব্যপরায়ন’ আইসির বদলিতে বিক্ষোভ জানায় এলাকার মহিলারা, শুরু করলেন কান্নাকাটি

ডেস্ক: বলিউডে আমরা যে সমস্ত সিনেমাগুলি পুলিশ কেন্দ্রিক দেখে থাকি সেখানে একাধিকবার দেখেছি থানার কোনো ভালো আধিকারিকের বদলির সময় শ’য়ে শ’য়ে মানুষ এগিয়ে এসেছেন তার বদলি রুখতে।

সে একি দৃশ্য এবারে দেখা গেল বাস্তব জীবনেও। ঘটনাটি ক্যানিং বারুইপুরের। যেখানে ক্যানিং থানার আইসি র বদলির খবর শুনে রাস্তায় নেমে পড়েন এলাকার মহিলারা। কিছুতেই তারা যেতে দিতে রাজি নয় আইসি কে। সেখানকার আইসির পদে এতদিন দায়িত্ব সামনে আসছিলেন অতিবুর রহমান। এবং তার বদলি হয়ে যাচ্ছে কার্শিয়াং এ। এই খবরটি ছড়াতেই বদলির প্রতিবাদে বিক্ষোভ জানালেন এলাকার মহিলারা।

মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ চলে আসছে এলাকাতে। অফিসার অতিবুর রহমান হাতজোড় করে থামতে বললেও বিক্ষোভ থামতে নাছোড় হয় এলাকাবাসীরা। কিন্তু কেন এই বিক্ষোভ? এই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং বিক্ষোভকারীরাই, তাদের কথামতো কর্তব্যপরায়ন এই আইসি। অতিবুর রহমানের দাপটে এলাকার মহিলাদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পান না এলাকার গুন্ডারা। মেয়েদের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করলে তৎক্ষণাৎ কড়া শাস্তি অবধারিত। কোনরকম দুর্নীতি কাজকে প্রশ্রয় দেননি অতিবুর বাবু। মদের ঠেক গড়ে ওঠার খবর এলেই সাথে সাথে সেটিকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে আসতেন তিনি।

অতিবুর বাবুর এরূপ কর্মকাণ্ডের ফলে অল্প সময়েই তিনি এলাকার মানুষদের কাছে বিশেষ করে মহিলাদের কাছে ভগবানের আসন পান। এবং এই ভগবান রুপি মানুষকেই কোনমতেই হারাতে রাজি নন এলাকার মহিলারা। তাদের বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য ডাকা হয় মহিলা পুলিশ দের ও। কিন্তু কোনভাবেই রোখা যাচ্ছে না তাদের। মহিলাদের বক্তব্য যতক্ষণ না অতিবুর বাবুর বদলির নির্দেশ প্রত্যাহার হচ্ছে ততক্ষণ চলবে বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *