পরিস্থিতি ঠিক থাকলে পুজো থেকেই সিনেমা হলে মুক্তি পেতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির বিগ বাজেট সিনেমাগুলি
ডেস্ক: মহামারীর আবহাওয়ায় হলমুখী হয়নি মানুষ। প্রথম ঢেউয়ের পর সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সগুলি খুলে গেলেও আতঙ্কের কারণে দর্শকেরা হলে যেতে স্বচ্ছন্দ বোধ করছিলেন না। তাই ও.টি.টি প্লাটফর্ম হয়ে উঠেছে অন্যতম এন্টারটেইনমেন্ট এর ক্ষেত্র। এবং বেশিরভাগ সিনেমাই এখন বিভিন্ন ও.টি.টি প্লাটফর্মে স্ট্রিমিং করছে।
আর যেহেতু দর্শকেরাও হলে যাওয়া বন্ধ করেছে তাই বিগ বাজেটের সিনেমাগুলি স্থগিত রেখেছে রিলিজ হওয়ার জন্য। ইতিমধ্যে রাজ্যে কোরোনার দ্বিতীয় প্রবাহের ভয়াবহতার কারণে জারি হয়েছে কার্যত লকডাউন। যদিও একাধিক ক্ষেত্র খুলে রাখার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু সিনেমা হল খোলার অনুমতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
অন্যদিকে বিধি নিষেধ শিথিল হয়ে যাওয়ার কারণে টলিপাড়ায় শুরু হয়েছে শুটিং। সিনেমা হল খোলার আশা নিয়ে রয়েছে শিল্পী ও দর্শকেরা। এবং এই মুহূর্তে টলিউডের বেশ কিছু বড় বাজেটের ছবি অপেক্ষা করছে হলে মুক্তি হওয়ার জন্য।
তাদেরই মধ্যে বেশকিছু সিনেমা হলো, বিরসা দাশগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্যের ‘সাইকো’। তবে এই সিনেমাটি ‘মুখোশ’ নাম নিয়ে আগামী 13 ই আগস্ট মুক্তি পেতে চলেছে।
দুর্গাপুজোর পঞ্চমী দিন অর্থাৎ 10 ই অক্টোবর রিলিজ হতে চলেছে দেব অভিনীত সিনেমা ‘গোলন্দাজ’ একটি দীর্ঘ প্রতীক্ষিত ছবি।
মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘একান্নবর্তী’ মুক্তি পাবে 3রা নভেম্বর এটি একটি ফ্যামিলি ড্রামা মুভি।
এবং ক্রিসমাসের দিন মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ অভিনীত ও শ্রীজিৎ মুখার্জীর পরিচালনায় কাকাবাবু সিরিজের তিন নম্বর ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।
তবে সর্বশেষে একটাই কথা রাজ্যের পরিস্থিতি ঠিক থাকলে তবেই সিনেমাগুলি যথা সময়ে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।