দেশীয় পদ্ধতিতে তৈরি কোভ্যাক্সিন হার বানাবে ডেল্টা প্লাসকেও

ডেস্ক: সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি কোভ্যাক্সিন কোরোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসকে কাবু করতে সক্ষম, এমন তাই জানলো আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (NIH)। NIH সম্প্রতি একটি গবেষণা করে দেখেছে ভারত বায়োটেক ও আইসিএমআর এর যৌথ উদ্যোগে তৈরি এই ভ্যাকসিন কোরোনার আলফা ও ডেল্টা দুই ভ্যারিয়েন্ট এর সংক্রমন রোধ করতে পারবে।
কোভ্যাক্সিন প্রাপ্ত ব্যক্তিদের রক্তের সেরাম সংগ্রহ করে একটি গবেষণা করে NIH। আর সেখান থেকেই কারা আবিষ্কার করে এই ভ্যাকসিন বি.1.1.7 ভ্যারিয়েন্ট যা আলফা নামে পরিচিত এবং বি.1.617 ভ্যারিয়েন্ট যা ডেল্টা নামে পরিচিত, উভয়ের সাথেই মোকাবিলা করতে সক্ষম।
এই ভ্যাকসিন প্রাপ্ত রোগীদের রক্তের সেরামে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয় যা কারণেই আলফা ও ডেল্টা ভ্যারিয়েন্ট এর সাথে মোকাবিলা করতে পারে।
এই ভ্যাকসিনের তিন দফায় ট্রায়াল সম্পন্ন হয়েছে। যেখানে দ্বিতীয় দফার ফলাফলে জানা যায় ভ্যাকসিন সম্পূর্ণ সুরক্ষিত ও কোরোনা সংক্রমণ প্রতিরোধে সক্ষম। কোভ্যাক্সিনের তৃতীয় দফায় ট্রায়াল’ শেষ হয়েছে এবং চলতি বছরের শেষের দিকে এর ফলাফল জানা যাবে।
তবে তৃতীয় দফার ট্রায়ালের রিপোর্ট হাতে পাওয়ার আগেই গবেষকরা জানান উপসর্গযুক্ত রোগীর ক্ষেত্রে 78% ও উপসর্গহীনদের ক্ষেত্রে 70% কার্যকর এই ভ্যাকসিন। কোভ্যাক্সিন নিলে কোনো সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার 100% ই রোখা সম্ভব।