কলকাতার বেস্ট 10 টি হসপিটাল, জেনে নিন কি কি সুবিধা রয়েছে সেখানে

ডেস্ক: এই মহামারীর সময় মানুষ নিজের প্রাণ রক্ষার স্বার্থে বারবার ছুটেছে হাসপাতালে (Hospital)। প্রতিটি রাজ্যের একাধিক জেলায় অন্তত দুই থেকে তিন টি উচ্চ মানের হসপিটাল (Best Hospitals In Kolkata) থাকা অত্যন্ত জরুরি।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় (Best Hospitals In Kolkata) চিকিৎসা ব্যবস্থা উন্নত মানের থাকার কারণে রাজ্যের একাধিক জেলা থেকে মানুষ আসেন কলকাতার বড়ো বড়ো হাসপাতালে (Best Hospitals In Kolkata) চিকিৎসা করাতে।

আজ আমরা কলকাতার এমনই কিছু নাম করা হসপিটালের (Best Hospitals In Kolkata) সম্বন্ধে বলবো যা চিকিৎসা ক্ষেত্রে বিশ্বস্ত।

1. Fortis Hospital -Best Hospitals In Kolkata

730 ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, আনন্দপুরে অবস্থিত ফর্টিস হসপিটাল কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট হসপিটালগুলির (Best Hospitals In Kolkata) মধ্যে শীর্ষে। ফর্টিস এর অনেকগুলি ব্রাঞ্চ ভারতের বহু জায়গায় রয়েছে।

কলকাতায় এই হসপিটাল (Hospital) স্থাপিত হয় 2011 সালে। এই হসপিটালে 300 র ওপর বেড ও 70 এর ওপর আইসিইউ বেড আছে।উচ্চমানের ডাক্তার ও দারুন সুযোগ সুবিধা থাকার কারণে এই হসপিটাল খ্যাতিশীল।

Fortis Hospital-Best Hospitals In Kolkata

2. Apollo Gleneagles Hospital

58, ক্যানাল সার্কুলার রোড, কাঁকুরগাছি তে অবস্থিত এ্যাপোলো গ্লেনীগলস হসপিটাল স্থাপিত হয় 2003 সালে। এই হসপিটালে 300 র ওপর ডাক্তার ও 700 র বেড আছে। এবং 100 র ওপর আইসিইউ বেডের ও সুবিধা আছে।

Apollo Gleneagles Hospital-Best Hospitals In Kolkata

3. Rabindranath Tagore International Institute of Cardial Sciences

RN Tegore Hospital নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক কার্ডিয়াক সায়েন্সেস ইনস্টিটিউট। এটি 1489 নম্বর মুকুন্দপুর মেইন রোড, 124 ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, মুকুন্দপুর এর অবস্থিত। এই হসপিটালটি স্থাপতি হয় 2000 সালে।

এটি একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে 34 টি ভিন্ন ভিন্ন ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে। এবং 550 টির ওপর বেড রয়েছে।

 

Rabindranath Tagore International Institute of Cardial Sciences-Best Hospitals In Kolkata

4. The Calcutta Medical Research Institute (CMRI)

7/2, ডায়মন্ড হারবার রোড, নিউ আলিপুরে অবস্থিত CMRI। এটি বেশ পুরনো হসপিটাল, যা স্থাপিত হয় 1969 এ। এটিও একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। এই হসপিটালে 450 র ওপর বেডের সুবিধা রয়েছে।

Rabindranath Tagore International Institute of Cardial Sciences

5. Woodlands Multispeciality Hospital Limited

সাউথ কলকাতার (Best Hospitals In Kolkata) সব থেকে খ্যাতনামা চিকিৎসা কেন্দ্র হলো উডল্যান্ড মাল্টি স্পেশালিটি হসপিটাল। 8/5, আলিপুর রোড এ অবস্থিত এই হসপিটালটি।

এটিও অন্যতম পুরনো হসপিটাল গুলির মধ্যে একটা। যা স্থাপিত হয় 1946 এ।

Woodlands Multispeciality Hospital Limited-Best Hospitals In Kolkata

6. Belle Vue clinic -Best Hospitals In Kolkata

সফল অঙ্গ প্রতিস্থাপনের জন্য নাম করা এই হসপিটাল। 9, ডঃ ইউ. এন. ব্রহ্মচারী স্ট্রিট, এলগিন এর অবস্থিত বেলে ভিউ ক্লিনিক।

এটি স্থাপিত হয় 1967 সালে। এবং এই হসপিটালে 240 এর ওপর বেডের সুবিধা রয়েছে। অর্গান ট্রান্সপ্লান্ট ছাড়াও এখানে ভিন্ন রকমের চিকিৎসা হয়ে থাকে।

Belle Vue clinic-Best Hospitals In Kolkata

 

আরও পড়ুন: কোভিড-19 এর কারণে মৃত ব্যক্তিদের পরিবারকে দিতে হবে ক্ষতিপূরণ, আদেশ জানালো সুপ্রিম কোর্ট, দিলো 6 সপ্তাহের সময়

7. Peerless hospital & BK Roy Research Center

360, পঞ্চ সায়ার রোড, শহীদ স্মৃতি সরণি, কলকাতায় অবস্থিত। এটি স্থাপিত হয় 1994 সালে। এখানে ডেন্টাল, কার্ডিয়াক, ক্যান্সার, হার্ট ও কিডনি র চিকিৎসা করা হয়। এছাড়া জেনারেল চেকআপ ও হয়ে থাকে।

পিয়ার্লেস এ বিশ্বস্ত ও অভিজ্ঞ ডাক্তার রয়েছেন। 450 র ওপর বেডের সুবিধা রয়েছে।

Peerless hospital & BK Roy Research Center

8. The Advanced Medical Research Institute (AMRI)

পি-4 এবং 5, গড়িয়াহাট রোড ব্লক-এ, স্কীম এল 11, ঢাকুরিয়া য় অবস্থিত AMRI হসপিটাল। এটি 1996 সালে স্থাপিত হয়।
কলকাতা (Best Hospitals In Kolkata) তেই এই হসপিটালের আরও দুটি ব্রাঞ্চ রয়েছে।

এটি ব্রেইন ও হার্ট সারজারি র জন্য প্রখ্যাত। এবং শিশু ও বৃদ্ধ দের চিকিৎসার জন্য স্পেইসিয়াল ডিপার্টমেন্ট রয়েছে। এই হসপিটালে (Hospital) প্রায় 400র অধিক বেড রয়েছে।

The Advanced Medical Research Institute - Best Hospitals In Kolkata

 

আরও পড়ুন: ভাঙলো সমাজে পুরনো প্রথা, স্বামীর শেষ যাত্রার কৃতকার্যের দায়িত্ব নিলেন মন্দিরা বেদী

9. BP Poddar hospital & Medical Research Limited

71/1, হুমায়ূন কবির সরণি, ব্লক-জি, নিউ আলিপুর এ অবস্থিত বিপি পোদ্দার হসপিটাল এন্ড মেডিকেল রিসার্চ লিমিটেড।

এটি স্থাপিত হয় 1978 সালে। এটি একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল (Best Hospitals In Kolkata) । এবং এখানে সব ধরণেই রোগের চিকিৎসার জন্য প্রখ্যাত। এই হসপিটালে 250 র অধিক বেডের সুবিধা রয়েছে।

BP Poddar hospital & Medical Research Limited

10. Ruby General hospital -Best Hospitals In Kolkata

ই. এম. বাইপাস, সেক্টর 1, কসবা গোলপার্ক এ অবস্থিত রুবি জেনারেল হসপিটাল। এটি স্থাপিত হয় সাল 1995 এ।

এই হসপিটালে 300 র কাছাকাছি বেড এবং 80টি আইসিইউ বেড রয়েছে। বিশিষ্ঠ ডাক্তার ও উন্নত মানের চিকিৎসার সরঞ্জাম থাকায় এই হসপিটাল (Hospital) বেশ নাম করা।

Ruby General hospital

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *