রাজ্যে আবিষ্কার হাওয়া নতুন ভুয়ো সিবিআই আধিকারিক ছিলেন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী

ডেস্ক: গরিহাট থানার হেফাজতে সনাতন রায়চৌধুরী। নিজেকে ভুয়ো সিবিআই অফিসারের পরিচয়ে 10 কোটি টাকার সম্পত্তি হস্তান্তরের করার চেষ্টায় মঙ্গলবার ধরা পড়ে পুলিশের হাতে। বহু মানুষ এই ঘটনাটিকে দেবাঞ্জন কান্ডের পুরণাবৃত্তি বলে আখ্যায়িত করে।

এবারে এই ভুয়ো সরকারি আইনজীবী তথা সিবিআই আধিকারিক সনাতন রায়চৌধুরী র বিষয় এমন এক অবাকিয়ো তথ্য সামনে এলো যার কারণে প্রশ্ন ওঠে দেশের প্রশাসনের দিকে।

সনাতন রায়চৌধুরী পেশায় একজন আইনজীবী। যিনি হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে প্র্যাক্টিস করেছেন। 2009 সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন লড়েছেন। এমনকি দক্ষিণ আফ্রিকার BRICS SUMMIT এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও সাথে দেখা গেছিল। সাথেই এই ব্যক্তি নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি উপদেষ্টা হিসাবে পরিচয় দেন।

ফলত একথা স্পষ্ট ব্যক্তিটি সাধারণ কেউ না রাষ্ট্রীয় মহলে তার সাক্ষাৎ থাকলেও থাকতে পারে। এই ঘটনাটির সূত্রপাত হয় 30 সে জুন। ম্যান্ডেভিল্লা গার্ডেন্স এর এক বাসিন্দা অভিযোগ করেন নীলবাতি গাড়ি নিয়ে এক ব্যক্তি আসেন যিনি নিজেকে সিবিআই এর সিনিয়র কাউন্সিল ও তার সাথে রাজ্য সরকারের আইনজীবী বলে পরিচয় দেন। আর তার পরে ব্যক্তিটি বেশ কয়েক জন সহর্থীদের নিয়ে এসে ব্যক্তিটির দশ কোটি টাকার সম্পত্তি ইললিগাল ভাবে বাজেয়াপ্ত করার চেষ্টা করে। কার্যত জোর করেই সনাতন প্রোপার্টির মধ্যে গাড়ি নিয়ে ঢুকে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *