মহিলা দিবসে বিএসএফ-এর হাতে ধৃত এক মহিলার মার্মিক ব্যথা, কীভাবে বাংলাদেশি মহিলাকে কলকাতায় এনে বেশ্যাবৃত্তি করতে বাধ্য করা হলো

ডেস্ক: ৮ ই মার্চ ২০২১, আন্তর্জাতিক মহিলা দিবসে, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ-এর আওতাধীন মানব পাচার বিরোধী ইউনিট মানব পাচারের মামলায় একজন বাংলাদেশি নারীকে আন্তর্জাতিক সীমান্তে উদ্ধার করেছে । উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত ঘোজাডাঙা সীমান্তের ১৫৩ বাহিনীর এলাকায় এই মহিলাকে ধরা হয়েছে ।
তারিখ ৮ মার্চ ২০২১, সময় রাত্রি পোনে ৯টার দিকে , সীমা চৌকি ঘোজাডাঙ্গা, ১৫৩ বাহিনী, সেক্টর কলকাতার জওয়ানেরা আই সি পি ঘোজাডাঙ্গাতে চেকিং ডিউটি করছিলো ।

বিএসএফ জওয়ানেরা সীমান্তে একজন মহিলার গতিবিধি লক্ষ্য করল , সে ভারত থেকে বাংলাদেশ যাবার জন্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টাকরছিল । বিএসএফ জওয়ানেরা ওই মহিলাকে বাধা দিয়ে পরিচয় প্রমাণ চেয়েছিল, কিন্তু মহিলা কোনও পরিচয় দিতে ব্যর্থ হয়। বিএসএফ জওয়ানরা তাকে ধরে নেয় । গ্রেপ্তার হওয়া মহিলার নাম (১) শাবানা আক্তার (কাল্পনিক নাম), জেলা-মুন্সীগঞ্জ, বাংলাদেশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধরা পড়া এই মহিলা প্রকাশ করেছে যে, সে বাংলাদেশের নাগরিক, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, তাই ৪ মাস আগে সে জীবিকা নির্বাহের জন্য কাজের সন্ধানে এক বাংলাদেশী দালাল রবিন সাদাবাদের সাথে দেখা করেছিল। সে তাকে ভারতে টেলারিংয়ের কাজ পাইয়ে দেবে বলেছিল । এরপরে রবিন তাকে অপর বাংলাদেশী দালাল (নাম জানা যায়নি) একটি গাড়ীর মাধ্যমে বেনাপোল পাঠিয়ে দেয় , যার মধ্যে ৬ জন মহিলা এবং একজন পুরুষ ছিল এবং পরে কোনও অজানা অঞ্চল দিয়ে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে যায়।

পেট্রাপোল পৌঁছানোর পরে, পেট্রাপোলের আরেক ভারতীয় দালাল শ্যামল (ঠিকানা জানে না) তাকে গাড়িতে করে হাওড়ায় নিয়ে এসে পতিতাবৃত্তির কাজে সোনাগাছিতে নিয়ে যায় এবং জোর করে তাকে সোনাগাছির পতিতালয় মালকিনের (ম্যাডাম) কাছে বিক্রি দেয় । সে আরও বলেছিলেযে, সে চার মাস সোনাগাছির পতিতালয়ে যৌনকর্মী হিসাবে কাজ করেছিল। তারপরে ৭ মার্চ ২০২১, সে পতিতালয় থেকে পালিয়ে ট্যাক্সি দিয়ে বারাসত রেলস্টেশনে পৌঁছায় ।

এবং লোকাল ট্রেনে বাসিরহাটে পৌঁছে রাতটা বাসিরহাটে কাটায় , আজ সে আইসিপি ঘোজাডাঙ্গা দিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল এবং বিএসএফ দলের হাতে ধরা পড়ে।
মানব পাচার বিরোধী ইউনিট প্রদত্ত কাউন্সেলিংয়ের পরে, ইহা নিশ্চিত করা হয়েছে যে এটি একটি মানব পাচারের ঘটনা, কেননা তাহাকে পতিতাবৃত্তির কাজ করতে বাধ্য করা হয়েছিল। আটককৃত বাংলাদেশি মহিলাকে বশিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *