মন্ত্রীর সংখ্যা বাড়লেও, বাড়েনি ভ্যাকসিনের সংখ্যা: রাহুল গান্ধী
ডেস্ক: “হোয়্যার আর ভ্যাকসিনস্” এমনটাই হ্যাশট্যাগ দিয়ে মোদী সরকারের ভ্যাকসিনেশনের গতির দিকে প্রশ্ন তুললেন কংগ্রেসের মুখপাত্র রাহুল গান্ধী। তিনি রবিবার টুইটারে একটি পোস্ট করেন যেখানে দেশের দৈনিক গড় টিকাকরণের একটি তালিকা শেয়ার করেন। এবং তার ওপরে তিনি ক্যাপশন লেখেন মন্ত্রীর সংখ্যা বাড়লেও ভ্যাকসিনের সংখ্যা বাড়েনি।
তার এই পোস্টে সরাসরি বোঝা যাচ্ছে তিনি মোদির মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টিকে কটাক্ষ করে পোস্টটি করেছেন। দেশের টিকাকরণের সূত্রপাত থেকেই একের পর এক অভিযোগ তুলেছে কংগ্রেস যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা থেকে শুরু করে রাজ্যে টিকার সম বন্টন কোনো কিছুকেই প্রশ্ন করতে ছাড়েনি। যদিও পাল্টা জবাবও এসে বিজেপি থেকে।
मंत्रियों की संख्या बढ़ी है,
वैक्सीन की नहीं!#WhereAreVaccines pic.twitter.com/gWjqHUVdVC— Rahul Gandhi (@RahulGandhi) July 11, 2021
তবে টুইটারে যেই তালিকাটি রাহুল গান্ধী শেয়ার করেছে সেখানে বলা হয়েছে, 2021 সালের ডিসেম্বরের মধ্যেই দেশের 60 শতাংশ জনগণকে টিকার দুটো ডোজই দিতে হলে দৈনিক 88 লাখ টিকা দিতে হবে। কিন্তু সাত দিনে দেশে দৈনিক গড় টিকাকরণের সংখ্যা হল 34 লাখের কাছাকাছি, অর্থাৎ লক্ষ্যমাত্রা পূরণ করতে গেলে দৈনিক যে সংখ্যক টিকাকরণের প্রয়োজন তার থেকে 54 লক্ষ্য সংখ্যায় দেশ পিছিয়ে। সুতরাং এই বিষয়টিকেই কটাক্ষ করে রাহুল গান্ধী পোস্টটি করেন।