তিরাশির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যশপাল শর্মা ত্যাগ করেন শেষ নিশ্বাস
ডেস্ক: গতমাসে ভারতের ‘ফ্লাইং শিখ’ শ্রদ্ধেয় মিলখা সিং জী গত হন। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিল গোটা দেশ। এবারেও আরও এক ভারতীয় ক্রিকেট জগতের রত্ন যশপাল শর্মা র মৃত্যুতে শোকের ছায়া নামলো খেলার জগতে।
পূর্ব ভারতীয় ক্রিকেটর যশপাল শর্মা র মঙ্গলবার সকালে মৃত্যু হয়। যশপাল শর্মা 1983 সালের ভারতীয় ক্রিকেট টিমের অংশ ছিলেন। এবং সেই বছরই ভারত প্রথম বার ওয়ার্ল্ড কাপ জয় করেছিল।
মঙ্গলবার সকালে হৃদরোগের সমস্যায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যশপাল শর্মা। তার বয়স হয়েছিল 66 বছর। তার জন্ম হয়েছিল 11ই আগস্ট 1954 সালে লুধিয়ানায়।
1983 সালের বিশ্বকাপে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মিডিল অর্ডার ব্যাটসম্যানের। সেই সময় তার দুর্দান্ত ব্যাটিং এক ধারালো অস্ত্র হয়ে দাড়িয়েছিল ভারতীয় ক্রিকেট দলের কাছে। 1983 বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 89 রান করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে 61 রানে ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছিলেন। সেই ম্যাচে তাঁর বিধ্বংসী ইনিংস এখনও চর্চিত বিশ্ব ক্রিকেটে। বিশ্বকাপে 8 ম্যাচে 240 টি রান করেছিলেন যশপাল শর্মা।
যশপাল শর্মা 1979 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে খেলে অভিষেক হয়েছিল। 1983 তিনি নিজের শেষ টেস্ট ম্যাচ খেলেন। এবং একইভাবে 1978 সালে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে তার অভিষেক হয় এবং 1985 সালে শেষ ওয়ানডে ম্যাচ খেলে ছিলেন।
যশপাল শর্মা ভারতের হয়ে 37 টি টেস্ট ম্যাচ খেলে ছিলেন, যেখানে গড়ে 1606 রান করে ছিলেন। তেমনই তিনি প্রায় 42 টি ওয়ানডে ম্যাচ খেলে ছিলেন যার মধ্যে তিনি টোটাল 883 রান করেছিলেন। তিনি সর্বোচ্চ একদিনে 140 টি রান করেছিলেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর 2000 সালে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক হয়েছিলেন যশপাল শর্মা।