ভঙ্গ হচ্ছে বঙ্গ বিজেপি! যোগাযোগ রাখছে না বিজেপি নেতারা, বড়ো সংখ্যায় কর্মীরা সমর্থকেরা যোগ দিলো তৃণমূলে

ডেস্ক: একুশে বিধানসভায় পরাজয়ের পর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে চির লাগতে শুরু হয়ে গেছিল।
বিজেপির বহু বড়ো বড়ো নেতা সহ একাধিক কর্মী সমর্থকেরা গেরুয়া শিবির ছেড়ে আশ্রয় নিয়েছে মা মাটি মানুষের ছায়ায়।

এবারেও প্রায় 200 জন নেতা-কর্মী যোগ দিলো তৃণমূলে। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের ঘোলা শ্রীরামপুরের একাধিক পরিবারের বিজেপি সমর্থকেরা যোগ দেয় তৃণমূলে। এছাড়াও পঞ্চায়েত সদস্য মৌমিতা মন্ডল ও ছেড়ে বেড়িয়ে আসে গেরুয়া শিবির। জানা যায় প্রায় 50 টি পরিবারে সদস্য উপস্থিত ছিলেন সেখানে। তাদের সকলের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন স্বরূপনগরের বিধায়ক বিনা মন্ডল।

মৌমিতা মন্ডল বলেন, “আমরা এলাকায় সেভাবে উন্নয়নের কাজ করতে পারছিল না। বিশেষ করে যে ভাবে 2021 এর বিধানসভা নির্বাচনে মানুষের বিপুল জনসমর্থন নিয়ে তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। তাতে কাজ করা সম্ভব হয়ে উঠছিল না।” বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজ্যের নেতারা তাদের সাথে ঠিক মতো যোগাযোগ রাখছিলেন না। বেশিরভাগ সময় তাদের মোবাইলের স্যুইচ বন্ধ পাওয়া যাচ্ছিল অথবা ব্যস্ত।

অন্যদিকে তৃণমূলের দুয়ারে রেশন বা স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের প্রশংসাও করেন তিনি। মৌমিতা জানান, “একদিকে মানুষের জন্য কাজ অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে উদ্বুদ্ধ হয়ে আমরা এই দলে যোগ দিলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *