“বাংলাদেশী নিশীথ প্রামাণিক, তাহলে কি করে পেল মন্ত্রীত্ব?” প্রশ্নের ঝড় রাজ্য সভায়
ডেস্ক: নাগরিকত্বের বিতর্ক নিয়ে ঝড় উঠে রাজ্যসভায়। রাজ্যের কোচবিহারের বিজেপি সাংসদ তথা নতুন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্বের বিষয় নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তোলে তৃণমূল। নিশীথ প্রামাণিক কি বাংলাদেশী? এই প্রশ্ন কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সেই বিষয়টাই এবার ছড়িয়ে পড়ল দিল্লিতে।
আজ দিল্লির রাজ্য সভায় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জানতে চান নিশীথ প্রামাণিক বাংলাদেশী কি না? সুখেন্দু শেখর রায়ের সমর্থনে অসম প্রদেশের কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রিপুন বরা একই প্রশ্ন করেন রাজ্যসভায়। এমনকি তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগও করেন কোচবিহারের বিজেপি সাংসদ বাংলাদেশের বাসিন্দা। পলাশবাড়ী হরিনাথপুরে বাড়ি রয়েছে নিশীথের।
রাজ্যসভায় সুখেন্দু শেখর প্রশ্ন তোলেন, তথ্যে যখন প্রমাণিত নিশীথ প্রামানিক যে বাংলাদেশী তাহলে কি ভাবে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হলেন? সরকারের পক্ষ থেকে এ প্রসঙ্গে বিরোধিতা করা হয়। ডেপুটি চেয়ারম্যান এ প্রসঙ্গে আপত্তি জানায়। সাথেই আপত্তির সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, যে বিষয় ভিত্তিহীন, অপ্রাসঙ্গিক সে সব বিষয় নিয়ে কেন আলোচনা করা হচ্ছে।
কিন্তু ইতিমধ্যে বিষয় টি নিয়ে বিতর্ক বেশ তুঙ্গে ওঠে, রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেন সোশ্যাল মিডিয়াতে ও নিশীথের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন।