WHO: মহামারির শেষ পর্যায়ে ভারত, স্বাভাবিক জীবনযাপনের সম্ভাবনা সম্ভবত আগামী বছর থেকেই
ডেস্ক: আসন্ন কোরোনার তৃতীয় ঢেউয়ের কারণে চিন্তামগ্ন গোটা দেশ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী দফতরে জমা পড়া রিপোর্ট অনুযায়ী অক্টোবরে শীর্ষে পৌঁছাবে আক্রান্তের সংখ্যা। তবে অন্যদিকে আশ্বাস পাওয়া গেল, হু এর মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানালেন, ভারত সম্ভবত কোভিড মহামারির শেষ পর্যায়ে প্রবেশ করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারের পর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিজারভেশন এর মতে, যে কোন মহামারী শেষ পর্যায় কে এন্ডেমিক পর্যায়ে বলা হয়। এই পর্যায়ে অতিমারির তীব্রতা কমে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হয়ে। মঙ্গলবার হওয়া এক সাক্ষাৎকারে সৌম্য স্বামীনাথন জানান, “আমরা এন্ডেমিসিটির যে পর্যায়ে প্রবেশ করতে চলেছি সেখানে সংক্রমণের প্রভাব কম বা মাঝারি দেখা যাবে। বিগত দিনগুলির মতো তা আর লাফিয়ে লাফিয়ে বাড়বে না।”
তিনি আরো জানান, ভারতের মতো বড় দেশে সংক্রমণ যে একেবারে বাড়বে না তাই একদমই নয়। তবে আলাদা আলাদা জনগোষ্ঠীর রোগ-প্রতিরোধক্ষমতা ভিন্ন হওয়ার কারণে বিক্ষিপ্ত ভাবে কিছু জায়গাতে সংক্রমণ বৃদ্ধি পাবে। বিশেষত যেসব এলাকায় প্রথম এবং দ্বিতীয় ঢেউ এর প্রভাব কম ছিল বা যে এলাকায় টিকাকরণ হয়েছে সীমিত, সেখানেই আগামীদিনের সংক্রমণ বাড়তে পারে। তবে 2022 এর মধ্যেই মহামারীর দাবুর থেকে নিজেকে রেহাই করে ভারত স্বাভাবিক দিনে ফিরতে পারার সম্ভবনা রয়েছে, এমনটাও জানিয়েছেন WHO।