আপনার একটা ভোটই বিরাট পরিবর্তন আনতে পারে, টুইটে বললেন অমিত শাহ

 

 

নিজস্ব প্রতিনিধি : আপনার একটা ভোটই বিরাট পরিবর্তন আনতে পারে৷ তাই ঘর থেকে বেরিয়ে ভোট দিন৷ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশ্যে এই আবেদন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ৷

পয়লা এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন চলছে পশ্চিমবঙ্গ ও অসমে৷ এদিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সহ ৩০টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে৷ নন্দীগ্রামের দিকে রাজ্যবাসীর পাশাপাশি নজর রয়েছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বেরও৷ নন্দীগ্রামে এবার প্রার্থী হয়েছেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রধান প্রতিপক্ষ একদা তাঁরই সতীর্থ অধুনা পদ্ম-নেতা শুভেন্দু অধিকারী৷ বাম-কংগ্রেস জোটের প্রার্থী সিপিএমের মিনাক্ষী মুখোপাধ্যায়ও রয়েছেন লড়াইয়ের ময়দানে৷

পশ্চিমবঙ্গের পাশাপাশি দ্বিতীয় দফার ভোট হচ্ছে অসমেও৷ দু’টি রাজ্যেই ঠা ঠা রোদ উপেক্ষা করে সকাল থেকেই জনতা দাঁড়িয়েছেন ভোটের লাইনে৷ জনগণ যাতে আরও বেশি করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেন, সেই জন্যই ট্যুইট করেছেন অমিত৷ প্রথম ট্যুইটে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটারকে নির্বাচনে অংশ নেওয়ার আবেদন করছি৷ আপনার একটা ভোটই বিরাট পরিবর্তন আনতে পারে৷ সুতরাং ঘর থেকে বেরিয়ে আসুন৷ ভোট দিন নিরাপদ ও সমৃদ্ধশালী বাংলা গড়তে৷ অন্য একটি ট্যুইটে অমিত লেখেন, অসমেও এদিন হচ্ছে দ্বিতীয় দফার ভোট৷ আমি প্রত্যেককে ভোট দেওয়ার অনুরোধ করছি৷ শান্তিপূর্ণ ও স্বনির্ভর অসম গড়ার লক্ষ্যে ভোট দিন তরুণ ভোটাররা৷

সূত্রের খবর, এদিন পশ্চিমবঙ্গের ৩০টি আসনে ১৯১ জন প্রার্থীর জয় পরাজয় নির্ধারণ করবেন ৭৫ লক্ষ ভোটার৷ এর মধ্যে হাইভোল্টেজ কেন্দ্র অবশ্যই নন্দীগ্রাম৷ যেখানে মমতার সঙ্গে দ্বৈরথে নেমেছেন শুভেন্দু৷ বাকি ২৯টি আসনের সব ক’টিতেই লড়ছে বিজেপি এবং তৃণমূল৷ মোট ৩০টি আসনের মধ্যে বামেরা লড়ছে ১৫টি আসনে৷ বাকি ১৫টির মধ্যে ১৩টিতে লড়ছে কংগ্রেস এবং দু’টিতে রয়েছে আইএসএফের প্রার্থী৷

এদিকে, অসমে এদিন নির্বাচন হচ্ছে ৩৯টি আসনে৷ ভাগ্য পরীক্ষায় নেমেছেন ৩৪৫ জন প্রার্থী৷ এর মধ্যে ২৬ জন মহিলা৷ এদিন জয়-পরাজয় নির্ধারণ হবে বিদায়ী মন্ত্রিসভার পাঁচজন মন্ত্রীর পাশাপাশি বিদায়ী বিধানসভার ডেপুটি স্পিকারেরও৷ ভোট দেবেন ৭৩.৪৪ লক্ষ ভোটার৷ অসমে তৃতীয় তথা শেষ দফার নির্বাচন হবে ৬ এপ্রিল৷ ওই দিন নির্বাচন হবে ৪০টি আসনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *