জেনে নিন কে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কতটা বিপদজনক হতে পারেন এই বিজেপি প্রার্থী?
ডেস্ক: আগামী 30 শে সেপ্টেম্বর উপ নির্বাচনের তারিখ নির্ধারিত হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী দল থেকে কে থাকছেন এই নিয়ে নানা রকম জল্পনা চলছিল রাজ্যজুড়ে।
মাঝে শোনা যায়, শুভেন্দু অধিকারী আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাড়াবেন ভোটে। কিন্তু সম্প্রতি বিজেপি সূত্রে জানা যায়, প্রিয়াঙ্কা তিব্রেওয়াল ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচনের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল পেশাগত একজন আইনজীবি।
সূত্রে জানা যায়, বিজেপি থেকে ছয় জন ক্যান্ডিডেট কে মনোনীত করা হয়েছিল ভবানীপুর কেন্দ্র থেকে উপ নির্বাচনে প্রার্থী করার জন্য। তাদের মধ্যে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ঠিক করা হয় প্রার্থী হিসাবে।
সাংবাদিকদের মুখোমুখি উপ নির্বাচন প্রসঙ্গে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, “এই লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী কোনো দলেরই নন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও, ভোট পরবর্তী সহিংসতার সময় তিনি নীরব ছিলেন। আমি নিশ্চিত ভবানীপুরের মানুষ বুঝতে পারবে কেন নন্দীগ্রাম মমতাকে ভোট দেয়নি”।
প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বর্তমানে বয়স 39 বছর। 1981 সালে 7ই জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রী অর্জন করেন এবং হাজরা ল কলেজ থেকে 2007 সালে পাস করেন। থাইল্যান্ড এর এক প্রতিষ্ঠিত বিদ্যালয় থেকে তিনি MBA করেন।
প্রিয়াঙ্কা সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের আইনজীবি ছিলেন। 2014 সাল থেকে তিনি রাজনীতিতে যোগদান করেন যেখানে তিনি কলকাতার পুরসভার ভোটে অংশগ্রহণ করেন। তবে সেখানে তিনি তৃণমূলের এক প্রার্থীর কাছে পরাজিত হন। পরবর্তী কালে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সহ সভানেত্রী পদে তিনি নিযুক্ত হন।
প্রিয়াঙ্কা তিব্রেওয়াল ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তার দুইটি কন্যা আছে।