মাটি হতে পারে পুজোর আনন্দ, ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা
ডেস্ক: থামার নাম নেই আকাশ ভাঙ্গা বৃষ্টির। গত 3 মাস ধরে চলেছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। যদিও অক্টোবর মাসের সূচনায় তেমন বৃষ্টিপাত হয়নি। কিন্তু দেবীপক্ষের সূচনা খুব একটা ভালো ঠেকবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পুজোর মধ্যেই নিম্নচাপের জেরে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুজো মাটি হয়ে যাওয়ার চিন্তায় মন খারাপ মহানগরী বাসীদের। গোটা বছর এই 5টা দিনের অপেক্ষায় থাকেন বাঙালিরা। কোরোনা ভীতি কাটিয়ে পুজোর এই কটা দিন একটু আনন্দ উপভোগ করার পরিকল্পনা ছিল শহর তথা রাজ্যবাসীর। কিন্তু এই পরিকল্পনাতে বৃষ্টি পড়তে পারে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। বিরাট কোনরকম দুর্যোগের আশঙ্কা না থাকলেও থেকে যাচ্ছে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 10 তারিখ অর্থাৎ পঞ্চমীর দিন বঙ্গোপসাগরে আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপটি জোট বাঁধবে। দফায় দফায় বৃদ্ধি পাবে নিম্নচাপের শক্তি। যদি ষষ্ঠীতে ওড়িশা বা অন্ধ্রে নিম্নচাপ ধাক্কা মারে তবে, বাংলায় ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।