ফেসবুকে রিলেশন স্ট্যাটাস দেওয়া থাকলেও আপনিও পারেন তাদের সাথে সম্পর্কে জড়াতে

ডেস্ক: অনেক সময় আমরা ফেসবুকে এমন কেউ না কেউ থাকে যাদের বেশ মনে ধরে আমদের কিন্তু ব্যাঘাত ঘটে যখন আমরা তাদের ইনফর্মেশন এ গিয়ে দেখি তারা ইতিমধ্যেই রিলেশনশিপ স্ট্যাটাস অন্য কারো সাথে দিয়ে রেখেছে। তখন আর কি গল্প শুরু হওয়ার আগেই শেষ?

কিন্তু আপনি কি জানেন, রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়ার পরেও ব্যক্তিটি বোঝাতে পারে সে আদেও অন্য কারো সাথে কথা বলতে আগ্রহী কি না!!

ফেসবুকে কারেন্ট স্ট্যাটাসে single, in a relationship, widow, engaged, married, divorce, its complicated ও ইত্যাদির পাশাপাশি আরও একটি অপশন আছে যেটি হলো open relationship। যার আক্ষররিক অর্থ হলো, Polymeri and Ethical Non monogamy (OPEN) অর্থাৎ এই রিলেশনশিপ টার্মসে আপনি জানাচ্ছেন অন্য কারো সাথে সম্পর্ক থাকার পরেও আপনি একাধিক সম্পর্কে জড়াতে আগ্রহী। আর এটিকে অপরাধ বলে বিবেচিত করা হবে না। এ বিষয়ে আপনার পার্টনারের ও কোনো সমস্যা নেই আর সে চাইলে আরও একটি প্রেম করতে পারে।

আরও পড়ুন: 16 বছর বয়সে বিয়ে করতে পারবে মুসলিম মেয়েরা, জানালো আদালত

তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু মানুষ এর মানে না জেনেই ফেসবুকে ইন এন ওপেন রিলেশনশিপ উইথ ….. এর নাম দিয়ে রেখেছেন এটা ভেবে যে তাদের সম্পর্কের বিষয়ে আর লুকিয়ে রাখার মতো কিছু নেই। সকলেই জানে তাদের সম্পর্কের বিষয়ে। সেই ক্ষেত্রে আপনি পছন্দের ব্যক্তিটিকে প্রেমের প্রস্তাব দিলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *