মাত্র ৬৬ বছর বয়সে প্রয়াত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক

ডেস্ক: আজ সকালেই প্রয়াত হয় বলিউডের সফল অভিনেতা, পরিচালক সতীশ কৌশিক। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর প্রথম দিয়েছিলেন অভিনেতা অনুপম খের আর তারপরেই বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে সেই খবর। শেষ হোলি সতীশ কাটিয়েছিলেন বলিউডের সঙ্গীদের সঙ্গেই। তাঁর শেষ রঙ খেলার সঙ্গী হয়েছিলেন আলি ফজল ও রিচা চড্ডা ।

২ দিন আগেই মেতেছিলেন রঙের উৎসবে। দিনটা ছিল ৭ মার্চ। কিন্তু তার ঠিক ২ দিনের মাথাতেই থেমে যাবে জীবনের ঘড়িটা, কে জানত? সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট ছিল হোলির উৎসবের।

১৯৫৬ সালের ১৩ ই জন্মগ্রহণ করেছিলেন তিনি। কেবল পরিচালক বা অভিনেতা বললে বোধহয় সঠিকভাবে বিবরণ করা যায় না সতীশ কৌশিককে। তিনি কমেডি অভিনয় করেছেন চুটিয়ে। আবার তাঁকে দেখা গিয়েছে দুঁদে ভিলেনের চরিত্রেও। তিনি ছিলেন পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।

ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সতীশ। অভিনয় জগতের সঙ্গে তাঁর প্রথম যোগসূত্র ছিল থিয়েটার। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘দিওয়ানা মস্তানা’, ‘ব্রিক লেন’ 2, ‘সাজন চলে শ্বশুরাল’ । সতীশ কৌশিকের পরিচালিত ছবিগুলির মধ্যে অন্যতম ছিল, ‘রূপ কী রানি, চোরো কি রাজা’ , ‘প্রেম’ , ‘হাম আপকে দিল মে রহেতে হ্যায়’ ও ‘তেরে নাম’।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *