শিক্ষক ধর্মঘটে ক্লাস নিচ্ছে উঁচু শ্রেণীর পড়ুয়ারা
ডেস্ক: ডি এ নিয়ে রাজ্য সরকারী কর্মীদের একাংশ বামপন্থী সংগঠনের ডাকে শুক্রবার ধর্মঘট পালন করছেন। তাতে সামিল হয়েছে স্কুলের শিক্ষকরাও। এদিন আমতার পিতাম্বর হাই স্কুলে শিক্ষকরা স্কুলে না আসায় পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নিল দশম শ্রেণীর পড়ুয়ারা। স্কুলের শিক্ষকরা না আসায় কার্যত বাধ্য হয়ে উঁচু শ্রেণীর পড়ুয়ারা ক্লাস নেন। তবে এদিন স্কুলে ছাত্রদের সংখ্যাও অন্যদিনের তুলনায় অনেক কম ছিল। দারোয়ান স্কুল খুললেও শিক্ষকরা স্কুলে আসেননি।
ধর্মঘট নিয়ে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। ধর্মঘট সমর্থনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ডিএ র দাবিতে ধর্মঘটে শামিল স্কুলের শিক্ষকরাও।
দশম শ্রেণীর এক ছাত্র অভি সাঁতরা জানান ছোটদের ভবিষ্যৎ আছে। তাই সে চারটে ক্লাস নেবে। স্কুলের পরিচালন কমিটির সভাপতি তপন কুমার বারিক জানান ধর্মঘটের জন্য স্কুলের শিক্ষকরা না আসায় ছাত্রদের দিয়ে ক্লাস করানো হয়। যাতে ছাত্রদের পড়াশোনার কোনো ক্ষতি না হয়।
রাজ্য সরকারের পক্ষ থেকে ধর্মঘট নিয়ে কড়া অবস্থান নেওয়া হয়। সরকারের সেই নির্দেশ না মেনে শিক্ষকরা ধর্মঘটে সামিল হয়েছেন। এখন দেখার শিক্ষা দপ্তর তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। এদিকে আমতার রসপুর হাইস্কুলে আজ কোন ক্লাস হয়নি। হাতে গোনা কয়েকজন ছাত্র স্কুলে এলেও কোন শিক্ষক আসেননি। ফলে ছাত্ররা ফিরে যায়।